দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ মানবতাবিরোধী অপরাধে যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল আবদুল কাদের মোল্লার আপিলের রায় যে কোনো দিন ঘোষণা করবেন আপিল বিভাগ।
গতকাল ২৩ জুলাই প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেনের নেতৃত্বাধীন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের পাঁচ সদস্যের বেঞ্চ ৩৯তম দিনের শুনানি শেষে মামলাটি রায়ের জন্য অপেক্ষমাণ (সিএভি) রাখেন। এর মধ্য দিয়ে মানবতাবিরোধী অপরাধের প্রথম কোনো মামলা আপিল বিভাগে নিষ্পত্তি হবে।
উল্লেখ্য, মানবতাবিরোধী অপরাধের দায়ে ৫ ফেব্রুয়ারি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ কাদের মোল্লাকে যাবজ্জীবন কারাদণ্ড দেন। সাজা বাড়াতে সরকার পক্ষ ৩ মার্চ আপিল করে। খালাস চেয়ে পর দিন কাদের মোল্লা আপিল করেন। আপিলের শুনানি শুরু হয় ১ এপ্রিল।