দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ বড় পর্দা ও ছোট পর্দা মিলিয়ে এবারের ঈদের অনুষ্ঠান বেশ জমজমাট হয়েছে। সরকারি ও বেসরকারি চ্যানেলগুলো সপ্তাহব্যাপি নানা বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেছে।
ঈদের খুশির বিনোদনের অন্যতম ও পুরোনো মাধ্যম হলো চলচ্চিত্র। এক সময় ঈদ এলে সিনেমা হলগুলোতে উপচে পড়া ভীড় দেখা যেতো। বর্তমানে তেমনটি দেখা যায় না। তবে এবারের ঈদে দর্শকদের বড় পর্দায় উপস্থিতি লক্ষ করা যাচ্ছে। সিনেমা হলের সংখ্যা ক্রমশ কমে এলেও যেগুলো চালু রয়েছে, সেগুলোতেই উৎসব-আয়োজনে জমছে ভীড়। বাংলা সিনেমায় দেখতে প্রেক্ষাগৃহে ফিরছে দর্শকরা, আবার ছোট পর্দায় জমে উঠেছে কমেডি ধাঁচের নানা নাটকে।
সমসাময়িক গল্পের চিত্রনাট্য দিয়ে দেশী চলচ্চিত্রগুলো আলাদা সময়কে তুলে ধরছে রঙিন পর্দায়।
এবার ঈদে মুক্তি পেয়েছে বড় পর্দার ৫টি সিনেমা। এরমধ্যে বক্স অফিসের শীর্ষ তালিকায় রয়েছে জাজ মাল্টিমিডিয়া এবং ভারতের যৌথ প্রযোজনার সিনেমা পোড়ামন ২। দর্শকরা বাংলা চলচ্চিত্রে বিনোদনের পাশাপাশি চায় জীবনের নানা গল্প।
ছোট পর্দা অর্থাৎ টিভি চ্যানেলগুলোও বেশ জমেছে এবার। ঈদে গৃহকেন্দ্রীক বিনোদনে শতভাগ আয়োজন রেখেছে দেশের বেসরকারী টেলিভিশনগুলো। সপ্তাহব্যাপি ঈদ আয়োজনে রয়েছে ৪ শ’র বেশি নাটক, টেলিফিল্ম, ম্যাগাজিন অনুষ্ঠান, সঙ্গীতানুষ্ঠানসহ বাংলা সিনেমাও রয়েছে।
কমেডি নাটকের চাহিদাই বেশি থাকে বিশেষ এই উৎসব আয়োজনে। ৭ পর্বে বা মিনি সিরিয়ালের বেশি ঝোঁক দর্শকদের দেখা যাচ্ছে।
সব মিলিয়ে এবারের ঈদ দর্শকদের বেশ জমিয়ে রেখেছে টিভি ও সিনেমা। ঘরে বসে এইসব বিনোদনগুলো দেশের মানুষকে বেশ আনন্দ দিয়েছে বলেই মনে হচ্ছে।