দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ঈদের বেশ কয়েকটি নাটকে বৈচিত্র্যময়তা ছিলো বলে মন্তব্য করেছেন বর্তমান সময়ের জনপ্রিয় অভিনেত্রী অপর্ণা ঘোষ।তার অভিনীত নাটকগুলো দর্শকের বেশ মনে কেড়েছে।
জনপ্রিয় অভিনেত্রী অপর্ণা ঘোষের নাটকগুলো দর্শকদের বেশ মনে কেড়েছে। এবার ঈদে একাধিক নাটকে অভিনয় করেছেন অপর্ণ ঘোষ। ঈদে তার অভিনীত উল্লেখযোগ্য নাটকগুলোর মধ্যে ছিলো শিহাব শাহিনের ‘বন্ধন’, শাফায়েত মনসুর রানার ‘সব মিথ্যে সত্য নয়’, সাজ্জাদ সুমনের ‘ক্লাসলেস মোখলেস’, ইমেল হকের ‘বিশু পাগলা’, ইমরাউল রাফাতের ‘পিছুটান’ এবং মিলন ভট্টাচার্যের ‘হার্টফেল ফয়েজ’। প্রতিটি নাটকে বৈচিত্র্যময় চরিত্রে অভিনয় করেছেন অপর্ণা ঘোষ।
বিশেষ করে সাজ্জাদ সুমনের ‘ক্লাসলেস মোখলেস’ ও শাফায়েত মনসুর রানার ‘সব মিথ্যে সত্য নয়’ দর্শকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। বিষয়টি নিয়ে সন্তুষ্টও তিনি। তবে এবারের ঈদে গতানুগতিক গল্পের নাটক বেশি নির্মাণ হয়েছে বলে মন্তব্য করেছেন এই অভিনেত্রী।
সংবাদ মাধ্যমকে অপর্ণা বলেছেন, এবারও ঈদের নাটকে কমেডি গল্পই বেশি ছিল। যদিও এর আগের দু’ঈদে এবারের ব্যতিক্রম ছিল কিছুটা। তবে এবার এর পুনরাবৃত্তি ঘটেছে। সত্যি বলতে এটি নিয়ে আমাদের শিল্পীদের কিছু করারও নেই। একজন নির্মাতা যেভাবে চাইবেন ঠিক সেভাবে আমাদের কাজ করতে হয়। আমরা শিল্পীরা সব সময় নতুন চরিত্রে কাজ করতে আগ্রহী।
ঈদের ছুটির পরেই আবারও অভিনয়ে ব্যস্ত হয়ে পড়েছেন বলে জানান অপর্ণা ঘোষ। তার হাতে রয়েছে আরবি প্রিতমের ‘সেমিকর্পোরেট’ এবং রাশেদ রাহার ‘মেঘে ঢাকা আকাশ’ শিরোনামের ধারাবাহিক দুটি নাটক। কর্পোরেট জগতের নানা ঘটনা নিয়ে নির্মিত হচ্ছে ‘সেমিকর্পোরেট’ নাটকের গল্প।
This post was last modified on জুন ২৪, ২০১৮ 3:32 অপরাহ্ন
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শসা আমাদের দৈনন্দিন খাদ্যতালিকায় অন্যতম পরিচিত এবং সহজলভ্য একটি সবজি।…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ অ্যাপল ও গুগল বিশ্বজুড়ে তাদের ব্যবহারকারীদের আবারও নতুন করে সাইবার…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ আমাদের দৈনন্দিন খাদ্যতালিকায় সবচেয়ে পরিচিত ও সহজলভ্য একটি সবজি হলো…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ বলিউডের দুই অভিনেত্রী কাজল-টুইঙ্কেলের ‘টু মাচ উইথ কাজল অ্যান্ড টুইঙ্কেল’…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ গত কয়েক দিন ধরে, নিউ সাউথ ওয়েলস (অস্ট্রেলিয়া) এবং দ্বীপ…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ চীনা বিজ্ঞানীরা দাবি করেছেন, তারা এমন একটি কৃত্রিম চিপ উদ্ভাবন…