The Dhaka Times
তরুণ প্রজন্মকে এগিয়ে রাখার প্রত্যয়ে, বাংলাদেশের সবচেয়ে বড় সামাজিক ম্যাগাজিন।

২১ বছরের মেয়ের সংসার ১৬টি সাপ নিয়ে!

হাল্কা কামড়কে তো আদরের স্পর্শ বলেই মনে করেন তিনি!

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ কারও সংসার সাপের সঙ্গে হতে পারে তা কী কখনও ভাবা যায়? তবে বাস্তবে ঠিক তাই ঘটেছে ২১ বছর বয়সী এক তরুণীর ক্ষেত্রে। তিনি ১৬টি সাপ নিয়ে সংসার গড়েছেন!

২১ বছরের মেয়ের সংসার ১৬টি সাপ নিয়ে! 1

কারও সংসার সাপের সঙ্গে হতে পারে তা কী কখনও ভাবা যায়? তবে বাস্তবে ঠিক তাই ঘটেছে ২১ বছর বয়সী এক তরুণীর ক্ষেত্রে। তিনি ১৬টি সাপ নিয়ে সংসার গড়েছেন! এমন একটি ঘটনা ঘটেছে লন্ডনে। ২১ বছরের তরুণী জি বাড়িতে রেখেছেন ১৬টি সাপ!

আদরে মানুষ করেছে এই ১৬টি সাপকে। এদের সঙ্গে সময় কাটাতে ভালোবাসেন জি। বর্তমানে পশু চিকিৎসা তার পড়ার বিষয়। ভবিষ্যতেও পশু চিকিৎসক জির। তবে তার পছন্দ অবশ্য বার্মিজ পাইথন। ১৬টি সাপের মধ্যে এই পাইথনকে নিয়ে বেশি সময় কাটান জি। এমনকি নিজের মেয়ে বলেই পরিচয় দেন ১৬ ফুট বার্মিজ পাইথনকে!

তবে এই আদুরে পোষ্যদের কামড়ও খেতে হয়েছে জিকে। তাতে অবশ্য তিনি বিন্দুমাত্রও চিন্তিত নন। তার পরও তার ভালোই লাগে! হাল্কা কামড়কে তো আদরের স্পর্শ বলেই মনে করেন তিনি!

জি’র দাবি হলো, সরীসৃপ প্রজাতির প্রাণিরা অপেক্ষাকৃত ভীতু হয়ে থাকে। তাই এমন সাপ কখনই জোর করে কামড়ায় না। সপ্তাহে একদিন খেতে দিতে হয় এদেরকে। বড় সাপের জন্য ৩-৬ কেজির খরগোশ এবং ছোট সাপের জন্য মুরগি বরাদ্দ রেখেছেন তিনি। আপাতত ২১ বছরের জি মহানন্দে ১৬টি সাপের সঙ্গেই সংসার করছেন এবং অপেক্ষা করছেন পোষ্যের সংখ্যা বৃদ্ধির জন্য।

Loading...