The Dhaka Times
তরুণ প্রজন্মকে এগিয়ে রাখার প্রত্যয়ে, বাংলাদেশের সবচেয়ে বড় সামাজিক ম্যাগাজিন।

হাসপাতালের আইসিইউ’র মেঝেতে ঘুরে বেড়াচ্ছে মাছ! [ভিডিও]

কয়েকদিনের প্রবল বৃষ্টির পানিতে ওই সরকারি হাসপাতালটির আইসিইউ’র মেঝের পানিতে খেলে বেড়াচ্ছে মাছ!

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ সত্যিই এমন কথা শুনলে বিস্মিত না হয়ে পারা যায় না। হাসপাতালের আইসিইউ’র মেঝেতে ঘুরে বেড়াচ্ছে মাছ! ভারতের বিহার রাজ্যের পাটনার নালন্দা মেডিক্যাল কলেজ হাসপাতালে ঘটেছে ‘বিস্ময়কর’ এই ঘটনা!

হাসপাতালের আইসিইউ’র মেঝেতে ঘুরে বেড়াচ্ছে মাছ! [ভিডিও] 1

আমরা সবাই জানি আইসিইউ হলো মুমূর্ষু রুগিদের স্থান। অথচ সেই আইসিইউ এর অবস্থা যদি এই হয় তাহলে একবার ভাবুন কি হবে মুমূর্ষু রোগির! বিস্ময়কর এই ঘটনাটি ঘটেছে ভারতের বিহার রাজ্যের পাটনার নালন্দা মেডিক্যাল কলেজ হাসপাতালে।

সংবাদ মাধ্যমের খবরে জানা যায়, কয়েকদিনের প্রবল বৃষ্টির পানিতে ওই সরকারি হাসপাতালটির আইসিইউ’র মেঝের পানিতে খেলে বেড়াচ্ছে মাছ। সামাজিক যোগাযোগ মাধ্যমে ইতিমধ্যেই এই ঘটনার ভিডিও ভাইরাল হয়ে গেছে।

ওই ভিডিওতে দেখা যায়, আইসিইউ’র মেঝেতে সাঁতার কাটছে একদল মাছ। ছবিতে দেখা যায়, কষ্ট করে পানি ঠেলে যাতায়াত করতে হচ্ছে রোগী, চিকিৎসক ও নার্সদেরকে। জেনারেল ওয়ার্ড হতে ইমার্জেন্সি ওয়ার্ড- সর্বত্রই পানিমগ্ন হয়ে রয়েছে। এরমধ্যেই রোগীদের চিকিৎসা চলছে!

দেখুন ভিডিওটি

তুমি এটাও পছন্দ করতে পারো
Loading...