The Dhaka Times
তরুণ প্রজন্মকে এগিয়ে রাখার প্রত্যয়ে, বাংলাদেশের সবচেয়ে বড় সামাজিক ম্যাগাজিন।

কলমের ক্যাপে ছোট ছিদ্র থাকে কেনো জানেন?

হয়তো এই ছোট্ট ছিদ্রটি নিয়ে মনে তেমন কোনো প্রশ্ন জাগেনি কখনও

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ আমরা হয়তো অনেকেই খেয়াল করেছি কলমের ক্যাপে ছোট্ট একটি ছিদ্র থাকে। কলমের ক্যাপে ছোট ছিদ্র থাকে কেনো তা কী আপনি জানেন? না জানলে আজ জেনে নিন।

কলমের ক্যাপে ছোট ছিদ্র থাকে কেনো জানেন? 1

এক সময় ছিলো যখন কালির কলম ব্যবহার করা হতো। কিন্তু এখন বলপয়েন্ট কলম ব্যবহারের অভ্যাস আমাদের সকলের। একইভাবে হয়তো আমরা অভ্যস্ত কলমের ক্যাপের ছোট্ট ছিদ্রটি দেখেও। তাই হয়তো এই ছোট্ট ছিদ্রটি নিয়ে মনে তেমন কোনো প্রশ্ন জাগেনি কখনও। এবার অন্তত একটু ভেবে দেখুন তো কলমের ক্যাপের মাথায় ছোট ছিদ্র দেওয়া থাকে কেনো?

ছিদ্রটি থাকে এই জন্য যেনো মুখে নিয়ে কামড়ানোর ফলে ক্যাপের ভিতরে যাওয়া থুতু বের হয়ে আসতে পারে? নাকি কোম্পানি কিছু টাকা সাশ্রয় করে বলে ছ্রিদ্র রেখেছে? তবে কোনোটিই না! আসলে এই ছিদ্রটির গুরুত্ব আরো অনেক বেশি এবং তাত্পর্যপূর্ণ যা আপনাকে অবাক করবে।

বলা হচ্ছে, দুর্ঘটনাবশত অনেকেই কলমের ক্যাপ গিলে ফেলার কারণে এই ছিদ্রটি দেওয়া! অসাবধানতায় কলমের ক্যাপ গিলে ফেললে ক্যাপটির ছোট্ট এই ছিদ্র দিয়ে বাতাস প্রবাহ অব্যাহত থাকবে, বাতাস প্রবাহ অব্যাহত থাকায় হঠাৎ শ্বাসরোধ হওয়া থেকে রক্ষা পাওয়া যাবে। বিশেষ করে ছোট বাচ্চারা কিছু পেলেই সেটি মুখে দিয়ে ফেলে, বাচ্চাদের নিরাপত্তার জন্যই নাকি এই ছিদ্রটি অনেক গুরুত্বপূর্ণ।

তবে এই ব্যাপারটি হালকা করে নেওয়ার কিছু নেই। কারণ হলো দুর্ঘটনাবশত কলমের ক্যাপ গিলে ফেলায় শ্বাসরোধ হয়ে প্রতিবছর বহু লোক মারা যায়। শুধুমাত্র যুক্তরাষ্ট্রেই প্রতিবছর প্রায় একশ লোকের মৃত্যু ঘটে এই বলপয়েন্ট ক্যাপ গিলে ফেলায় শ্বাসরোধ হওয়ার কারণে!

অবাক হয়ে আনমনে এখন আপনি যদি কলমের ক্যাপ মুখে নিয়ে কামড়ানো শুরু করে দেন, তাহলে অবশ্যই আপনি এই বদঅভ্যাসটি যতো দ্রুত সম্ভব ত্যাগ করুন! তা না হলে বিপদে আপনিও পড়তে পারেন।

Loading...