The Dhaka Times
তরুণ প্রজন্মকে এগিয়ে রাখার প্রত্যয়ে, বাংলাদেশের সবচেয়ে বড় সামাজিক ম্যাগাজিন।

১৯ রানে জিতে বাংলাদেশের সিরিজ জয়

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ওয়ানডে সিরিজের পর এবার টি-২০ সিরিজও জয় করলো বাংলাদেশ

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ বাংলাদেশের লিটন-মোস্তাফিজ নৈপুণ্যে ১৯ রাতে জিতে ফ্লোরিডা টি-২০ ম্যাচে বাংলাদেশ ২-১ সিরিজ জয় করলো। এই সিরিজ জয়ে বাংলাদেশ দলকে অভিনন্দন।

১৯ রানে জিতে বাংলাদেশের সিরিজ জয় 1

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ওয়ানডে সিরিজের পর এবার টি-২০ সিরিজও জয় করলো বাংলাদেশ। সিরিজের তৃতীয় ম্যাচে বৃষ্টি আইনে ১৯ রানে জয় পেয়েছে বাংলাদেশ। বিদেশের মাটিতে দ্বিতীয়বারের মতো টি-২০ সিরিজ জয়ের স্বাদ পেলো টাইগাররা।

প্রথম ম্যাচটি হেরেছিল বাংলাদেশ। পরের ম্যাচে তামিম ইকবাল ও সাকিব আল হাসানের দায়িত্বশীল ব্যাটিং এবং বোলারদের সমীহ জাগানিয়া বোলিং বাংলাদেশকে ১২ রানের জয় এনে দেয়। শেষ ম্যাচে আজ (সোমবার) ভোরের ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে ১৯ রানে হারিয়ে টি-টোয়েন্টি সিরিজ জয় করলো বাংলাদেশ। এর আগে ২-১ ব্যবধানে ওয়ানডে সিরিজও জয় করে টাইগাররা।

আজ (সোমবার) ভোরে ফ্লোরিডার লডারহিলে বাংলাদেশের দেওয়া ১৮৫ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ১৭.১ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৩৫ রান সংগ্রহ করে ওয়েস্ট ইন্ডিজ। তারপর বৃষ্টি শুরু হয়ে খেলা বন্ধ হয়ে যায়। পরে বৃষ্টি আইনে বাংলাদেশকে ১৯ রানে জয়ী ঘোষণা করা হয়।

তুমি এটাও পছন্দ করতে পারো
Loading...