The Dhaka Times
তরুণ প্রজন্মকে এগিয়ে রাখার প্রত্যয়ে, বাংলাদেশের সবচেয়ে বড় সামাজিক ম্যাগাজিন।

অলির কথায় শানের বর্ষাবন্দনার গান ইউটিউবে

রোমান্টিক মেলোডিধর্মী বরষাবন্দনার এই গানটির কাহিনীনির্ভর ভিডিওতে মডেল হয়েছেন ফয়সাল দীপ, ইভানা ও পুতুল

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ইউটিউবে মুক্তি পেয়েছে অন্যরকম বর্ষার এক গান ‘বর্ষাবন্দনা’। গানটি গেয়েছেন কন্যারেখ্যাত সংগীতশিল্পী ও মিউজিক ডিরেক্টর শান। ‌এই গানের কথা লিখেছেন সোমেশ্বর অলি।

অলির কথায় শানের বর্ষাবন্দনার গান ইউটিউবে 1

জানা গেছে, অভিজিৎ জিতুর সংগীত পরিচালনায় গানটির সুর করেছেন শিল্পী নিজেই এবং শব্দ মিশ্রণ করেছেন রেজওয়ান সাজ্জাদ। সেভেন টিউনস এন্টারটেইনমেন্টের ব্যানারে প্রকাশিত মিউজিক ভিডিও বরষাবন্দনাটি পরিচালনা করেছেন লতা আচারিয়া।

রোমান্টিক মেলোডিধর্মী বরষাবন্দনার এই গানটির কাহিনীনির্ভর ভিডিওতে মডেল হয়েছেন ফয়সাল দীপ, ইভানা ও পুতুল।

এটির চিত্রগ্রহণ করেছেন বিদ্রোহী দীপন। সম্পাদনা ও রঙ বিন্যাস করেছেন ষাইফ ঋাষেল। গানটি ইতিমধ্যেই নেভেন টিউনসের অফিসিয়াল ইউটিউব চ্যানেল ও অন্যান্য ডিজিটাল প্ল্যাটফর্মে ব্যাপক সাড়া জাগিয়েছে।

দেখুন ভিডিওটি

তুমি এটাও পছন্দ করতে পারো
Loading...