The Dhaka Times
তরুণ প্রজন্মকে এগিয়ে রাখার প্রত্যয়ে, বাংলাদেশের সবচেয়ে বড় সামাজিক ম্যাগাজিন।

ঈদের নাটক ‘ভাগের মা’ আসছে

নাটকটি রচনা করেছেন জনপ্রিয় নাট্যকার বৃন্দাবন দাস

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ গত রোজার ঈদে সবচেয়ে জনপ্রিয় নাটক ছিলো দীপু হাজরা পরিচালিত ‘মেন্টাল ফেমিলি’। নাটকটির কথা এখনও দর্শকরা ভােলেনি। একই পরিচালকের একই টিম নিয়ে এবারের ঈদের নাটক হলো ‘ভাগের মা’।

ঈদের নাটক ‘ভাগের মা’ আসছে 1

দীপু হাজরা পরিচালিত ‘মেন্টাল ফেমিলি’ গত রোজার ঈদের সবচেয়ে জনপ্রিয় নাটক হিসেবে বিবেচনা করা হয়েছিলো। হাস্যরসে ভরপুর, হৃদয়কে নাড়া দেয়া গল্পের নাটকটি খুব সহজেই দর্শকের নাড়া দিয়েছিলো। বৃন্দাবন দাসের রচনায় এই নাটকটিতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছিলেন- চঞ্চল চৌধুরী, ফারহানা মিলি, শাহনাজ খুশি, আ খ ম হাসান প্রমুখ। এছাড়া বৃন্দাবন দাস ও শাহনাজ খুশির দুই পুত্র দিব্য ও সৌম্য ছিলো চঞ্চল চৌধুরীর দুই শালার চরিত্রে।

এবার কোরবানীর ঈদে একই পরিচালক একই টিম নিয়ে নির্মাণ করলেন নাটক ‘ভাগের মা’। এবারের নাটকটিও রচনা করেছেন জনপ্রিয় নাট্যকার বৃন্দাবন দাস। এতে ‘মেন্টাল ফেমিলি’র প্রায় সকলেই অভিনয় করেছেন। নতুন করে যোগ দিয়েছেন অভিনেত্রী নাদিয়া। দেখা যাবে- চঞ্চল চৌধুরী, শাহনাজ খুশি, আখম হাসানকেও। এবারেও বিশেষ দুটি চরিত্রে থাকছেন দিব্য ও সৌম্য।

নির্মাতা দীপু হাজরা বলেছেন, ‘রোজার ঈদে ‘মেন্টাল ফেমিলি’র অভাবনীয় সাড়া দেখে এবার এই নাটকটি নির্মাণ করেছি। এখানেও অনেক হাসির খোরাক রয়েছে। তবে বরাবরের মতো জীবনের সুন্দর-মানবিক বিষয়গুলোও ফুটে উঠবে; ঠিক যেমনটা দেখা যায় বৃন্দাবন দাসের লেখা নাটকে। আশা করছি এবারের ঈদেও দর্শকদের মন জয় করবে আমাদের টিম। দর্শকপ্রিয় হবে এবারের ঈদের নাটক ‘ভাগের মা’।’ এই নাটকটি প্রচার হবে গাজী টিভিতে ঈদ অনু্ষ্ঠানমালায়।

তুমি এটাও পছন্দ করতে পারো
Loading...