The Dhaka Times
তরুণ প্রজন্মকে এগিয়ে রাখার প্রত্যয়ে, বাংলাদেশের সবচেয়ে বড় সামাজিক ম্যাগাজিন।

এমন এক দেশ প্রতি কেজি মাংসের দাম ২৬৭২ টাকা- অথচ আলুর দাম ৫৬২!

লাতিন আমেরিকার দেশ ভেনেজুয়েলায় দেখা দিয়েছে তীব্র আর্থিক মন্দাবস্থা

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ এমন এক দেশ যে দেশে এক কিলোগ্রাম আলুর দাম ৫৬২ টাকা। এক কিলোগ্রাম চালের দাম ৭০২ টাকা। প্রতি কেজি গাজর ৮৪৩ টাকা, পনির ২১০৯ টাকা অথচ প্রতি কেজি মাংসর দাম ২৬৭২ টাকা!

এমন এক দেশ প্রতি কেজি মাংসের দাম ২৬৭২ টাকা- অথচ আলুর দাম ৫৬২! 1

আপনি যদি বাংলাদেশের বাজারে যান তাহলে এমন আজব আকাশছোঁয়া দামের মুখোমুখি আপনাকে হতে হবে না। তবে ভেনেজুয়েলার বাসিন্দাদের এমনই পরিস্থিতির শিকার হতে হচ্ছে!

সংবাদ মাধ্যমের খবরে জানা গেছে, ভেনেজুয়েলার মুদ্রাস্ফীতির ভয়াবহ রাক্ষুসে থাবায় চরম দুরবস্থা সাধারণ নাগরিকদের দৈনন্দিন জীবনযাপনেও পড়েছে। বাংলাদেশী টাকায় এখন এমনই দাম এই নিত্য প্রয়োজনীয় দ্রব্যগুলোর। ভেনেজুয়েলার মুদ্রা হলো বলিভার। পরিস্থিতি এমন দাঁড়িয়েছে যে, একটা মুরগির দাম দেড় কোটি বলিভারে পৌঁছে গেছে!

লাতিন আমেরিকার এই দেশে দেখা দিয়েছে তীব্র আর্থিক মন্দাবস্থা। আইএমএফ (ইন্টারন্যাশনাল মনিটরি ফান্ড)-এর হিসাব অনুযায়ী, এই বছর সেদেশের মুদ্রাস্ফীতির হার ১০ লাখ শতাংশ বৃদ্ধি পাবে। কাজেই বলা যায় যে, পরিস্থিতি খুবই ঘোরতর অবস্থা। সম্প্রতি ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরাই মুদ্রাস্ফীতির মোকাবিলায় নতুন নোট বাজারে ছেড়েছেন। ঘোষণা করেছেন নতুন অর্থনীতিরও।

Loading...