স্পোর্টস রিপোর্টার ॥ আবারও বাংলাদেশ বিশ্ববাসীকে দেখালো তারা জিততে জানে। সাবেক বিশ্বকাপ চ্যাম্পিয়ন শ্রীলংকাকে হারিয়ে এই প্রথমবারের মতো এশিয়া কাপের ফাইনালে খেলার সুযোগ করে নিল বাংলাদেশ।
বহু প্রতিক্ষিত বাংলাদেশের এই বিজয়ে রাষ্ট্রপতি মোঃ জিল্লুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিরোধী দলীয় নেত্রী বেগম খালেদা জিয়া খেলায়াড়দের অভিনন্দন জানিয়েছেন। আজকের এই বিজয়ে দেশবাসী আনন্দ উৎসবে মেতে উঠেছে। খেলা দেখতে সশরীরে স্টেডিয়ামে এসেছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি খেলা দেখেন এবং খেলোয়াড়দের উৎসাহিত করেন।
বৃষ্টির কারণে শ্রীলংকার করা ২৩২ রানের খেলাটি ৪০ ওভারে নির্ধারণ করা হয়। রানের টার্গেট দেওয়া হয় ২১২ রান। অবশেষে মাত্র ৫ ইউকেট হারিয়ে বাংলাদেশ তাদের কাঙ্খিত জয়ের লক্ষে পৌঁছে যায়। এ খেলায় ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন সাকিব আল হাসান।