The Dhaka Times
তরুণ প্রজন্মকে এগিয়ে রাখার প্রত্যয়ে, বাংলাদেশের সবচেয়ে বড় সামাজিক ম্যাগাজিন।

ওমরা ভিসাতেই সৌদি আরবের সব শহর ভ্রমণ করা যাবে

ইতিপূর্বে সৌদি আরবে ওমরাহ পালনকারীদের জন্য দেশটির অন্যান্য শহরে ভ্রমণে বিধি নিষেধ ছিল

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ সৌদি আরব এক যুগান্তকারী সিদ্ধান্ত নিতে চলেছে। ওমরাহ পালনাকারীরা ইচ্ছে করলেই তাঁদের ভিসাকে ওমরাহ ভিসা হতে ভ্রমণ ভিসায় পরিবর্তন করতে পারবেন।

ওমরা ভিসাতেই সৌদি আরবের সব শহর ভ্রমণ করা যাবে 1

সৌদি আরবের ট্যুরিজম অ্যান্ড ন্যাশনাল হেরিটেজ কমিশনের প্রধান প্রিন্স সুলতান বিন সালমান এই পদক্ষেপ গ্রহণ করেছেন। এখন থেকে ওমরাহ পালন শেষে ইচ্ছে করলেই সৌদি আরবের নানা দর্শনীয় স্থান ভ্রমণ ও কেনাকাটা কিংবা চিকিৎসাসেবাও নিতে পারবেন।

উল্লেখ্য যে, ইতিপূর্বে সৌদি আরবে ওমরাহ পালনকারীদের জন্য দেশটির অন্যান্য শহরে ভ্রমণে বিধি নিষেধ ছিল। এই ঘোষণার মাধ্যমে সেই নিষেধাজ্ঞা উঠিয়ে নেওয়া হচ্ছে বলে বিশেষজ্ঞরা মনে করছেন।

এটি আজ নয়, ‘মুসলিম রাষ্ট্রটির ঐহিহ্যকে দেখো’ এই স্লোগানের পদক্ষেপটি ২ বছর পূর্বেই নেওয়া হয়। তবে এটি বাস্তবায়নের শেষ পদক্ষেপটি গ্রহণ করা হয় গত রবিবার।

সৌদি আরবের রিয়াদে অনুষ্ঠিত লঞ্চিং অনুষ্ঠানে সাংবাদিক সম্মেলনে প্রিন্স সুলতান বলেন, এর ফলে ওমরাহ পালনাকারীদের জন্য একটি সুযোগ সৃষ্টি হলো। এটির মাধ্যমে তাঁরা সৌদি আরবের মুসলিম ঐতিহ্য, নানা দর্শনীয় স্থান হতে শুরু করে নান্দনিক শপিং সেন্টার- সবকিছুই দেখতে পাবেন।

তুমি এটাও পছন্দ করতে পারো
Loading...