ইইউ আদালতের রুল: মহানবীর (সা.) অবমাননা করা যাবে না

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ মহানবী হযরত মুহাম্মদকে (সা.) কটূক্তি করার মানেই হলো, উদ্দেশ্যমূলকভাবে বিতর্ক ছড়ানো। সেইসঙ্গে তাঁর বিরুদ্ধে বিদ্বেষ ছড়ানো ও সমাজের শান্তিপূর্ণ পরিবেশকে ঝুঁকির মধ্যে ফেলে দেওয়া। তাই ইইউ আদালত রুলের মাধ্যমে মহানবীর (সা.) অবমাননা করা যাবে না বলে রুল জারি করেছে।

ইউরোপিয়ান কোর্ট অব হিউম্যান রাইটস (ইসিএইচআর) এমন একটি বক্তব্য দিয়ে বৃহস্পতিবার একটি রুল জারি করেছেন।
২০০৯ সালে ‘বেসিক ইনফরমেশন অন ইসলাম’ শীর্ষক দুটি সেমিনারে মহানবী মুহাম্মদ (সা.)- এর বিয়ে নিয়ে কটূক্তি করেছিলেন মিসেস ‘এস’ নামে জনৈকা অস্ট্রীয় এক নাগরিক।

এই বিষয়টি আদালতে গড়ালে অস্ট্রিয়ার নিম্ন আদালতের ৭ বিচারক আদেশ দেন, মুহাম্মদ (সা.) এর কোনো রকম অবমাননা করা যাবে না। সেই সিদ্ধান্তের সমর্থন জানিয়ে বৃহস্পতিবার এই রুল দিয়েছেন ইসিএইচআর।

ভিয়েনা রিজিওনাল ক্রিমিনাল কোর্ট এক বিবৃতিতে বলেছে, সেই সেমিনারে মুহাম্মদ (সা.)- এর পেডোফিলিক প্রবণতা ছিল বলে বক্তব্য দেওয়া হয়। ধর্মীয় আদর্শকে অবমাননার অভিযোগ এনে ২০১১ সালে ফেব্রুয়ারিতে ওই নারীকে অভিযুক্ত করা হয়।

অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে প্রায় সাড়ে ৫শ’ ডলার অর্থদণ্ড করা হয়। ওই নারী এর বিরুদ্ধে আপিল করলেও সুপ্রিম কোর্ট তা নাকচ (বাতিল) করে দেন।

এই ঘটনার পরিপ্রেক্ষিতে অস্ট্রিয়ার আদালত সিদ্ধান্ত দেন যে, ইসলামের নবীকে নিয়ে বিতর্ক সৃষ্টি করা ও উদ্দেশ্যমূলক কোনো বক্তব্য দেওয়া তার বিরুদ্ধে আক্রমণ হিসেবেই গণ্য করা হবে। এতেকরে ধর্মীয় শান্তিপূর্ণ পরিবেশ বিনষ্ট হতে পারে। এই ধরনের কোনো অভিযোগ পেলে আদালত পদক্ষেপ নেবে বলেও জানানো হয়েছে।

সংবাদ মাধ্যমের খবরে জানা যায়, অস্ট্রিয়ার এই সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে ইসিএইচআর জানিয়েছে যে, অন্য ধর্মের অনুসারিদের অনুভূতি সুরক্ষিত রাখার জন্য ও ধর্মীয় শান্তি সংরক্ষণের লক্ষ্যে এবং সতর্কতার সঙ্গে স্বাধীন মতপ্রকাশের অধিকারকে সমুচিত করতেই এই রুল জারি করা হয়েছে।

This post was last modified on অক্টোবর ২৬, ২০১৮ 10:35 অপরাহ্ন

স্টাফ রিপোর্টার

Recent Posts

রজঃনিবৃত্তির সময় আসার পূর্ব থেকেই মেয়েদের প্রস্তুত থাকতে হবে যেভাবে

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ যুগ যুগ ধরে সব মহিলার ক্ষেত্রেই তো একই রকম ঘটনা…

% দিন আগে

এনার্জিপ্যাক কর্মীদের নিরাপত্তা ও সুস্বাস্থ্যে অগ্রাধিকার: ‘বিশ্ব কর্মক্ষেত্রে নিরাপত্তা ও স্বাস্থ্য দিবস ২০২৪’ পালন

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ আন্তর্জাতিক শ্রমিক দিবসের এবারের স্লোগান ‘পরিবর্তনশীল জলবায়ুতে নিরাপদ ও স্বাস্থ্যকর…

% দিন আগে

বেসিস নির্বাচন ২০২৪: ‘ওয়ান টিম’কে সমর্থনের আহ্বান

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ বেসিস নির্বাচনের শেষপ্রান্তে এসে এবারের বেসিস নির্বাচনে ওয়ান টিম তাদেরকে…

% দিন আগে

‘স্টারডম’ নিয়ে ব্যস্ত শাহরুখপুত্র

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ বলিউড সুপারস্টার শাহরুখ খানের ছেলে আরিয়ান খান ‘স্টারডম’ নামে ওয়েব…

% দিন আগে

যুদ্ধ বন্ধ না হওয়া পর্যন্ত কোনো চুক্তিতেই যাবে না হামাস

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ফিলিস্তিনের গাজা উপত্যকায় দখলদার ইসরায়েলের গণহত্যা এবং আগ্রাসন পুরোপুরি বন্ধ…

% দিন আগে

চার তলা থেকে পড়ে দোতলার কার্নিশে আটকে বেঁচে গেলো এক শিশু! [ভিডিও]

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ‌‌"রাখে আল্লাহ মারে কে' কথাটি আবারও প্রমাণ হলো। ঘটনাটি ঘটেছে…

% দিন আগে