দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ এমন কথা শুনে যেনো বিস্ময়ের শেষ থাকে না। যেখানে আমাদের দেশে একটি হেডফোনের দাম ১ শত টাকা হতে শুরু করে এক বা দুই হাজার টাকার মধ্যে, সেখানে একটি হেডফোনের দাম নাকি ৪২ লাখ টাকা!
বর্তমান প্রজন্মের কাছে হেডফোনে গান শোনা বা ভিডিও দেখা অন্যতম হবি বা ফ্যাশনে পরিণত হয়েছে। হেডফোনে কেও গান শোনেন নিছক মন ভাল করতে, আবার কেও নেশার মতো গান শোনেন অর্থাৎ তার গান না শুনলেই নয়। সুর-তাল-লয় নিয়ে বিশেষ মাথা ঘামান না কেও। আবার কেও কেও গান শোনার ব্যাপারে বেশ খুঁতখুঁতে টাইপের হন। শিল্পীর কণ্ঠস্বর থেকে মিউজিকের চড়াই-উতরাই, সবটাই একেবারে চুলচেরা বিশ্লেষণ করে থাকেন অনেকেই। তাই হেডফোন ব্যবহারেরও ধরন বাছাই করেন অনেকেই। যেমন দুম দুম শব্দ না হলে অনেকের আবার হয়ই না। কেও ফুটপাথে বিক্রি হওয়া ৩০-৪০ টাকার হেডফোনে খুশি হলেও কারও আবার হেডফোনের দাম হাজার ছাড়িয়ে যায় অনেক সময়। তবে যতো বড়ই সিরসম্রাজ্ঞী হোন না কেনো, নতুন এই হেডফোনের দাম শুনলে আপনার পিলে চমকে যাবে! এই হেডফোনটির দাম কতো জানেন? ৪২ লাখ টাকা!
সংবাদ মাধ্যমের খবরে জানা গেছে, হাইফাইম্যান ইলেকট্রনিকস নামে একটি সংস্থা সম্প্রতি তৈরি করেছে শ্যাংগ্রি-লা ইলেকট্রসটাটিক হেডফোন সিস্টেম। উচ্চ প্রযুক্তি এবং দামি হার্ডওয়্যার তৈরির ক্ষেত্রে এই সংস্থার বহু সুনাম রয়েছে। তাই এই সংস্থাটির জিনিসপত্র কিনতে পছন্দ করেন অনেকেই। ২০০৭ সালে ফাং বিয়ান এই সংস্থাটি তৈরি করেন। তার তৈরি বিশেষ ন্যানো টেকনোলজিতে এই সংস্থাটি বিভিন্ন ধরনের অসাধারণ প্রোডাক্ট বাজারে নিয়ে আসে। এই হেডফোনটিও সেই ধরনেরই একটি প্রোডাক্ট।
জানা গেছে, এই হেডফোনটি ব্যবহার করা হয় মূলত একটা আল্ট্রা-থিন ডায়াফ্রাম। দুটি প্যানেলের মধ্যে থাকছে সেই ডায়াফ্রামটি। সেটি টানলে সাউন্ড শোনা যাবে। সাধারণত ডায়াফ্রামগুলো এক মাইক্রোমিটার মোটা হয়ে থাকে। এর থিকনেস শূন্য দশমিক এক মাইক্রোমিটার। এটি এতোটাই পাতলা যে পাশের দিক থেকে প্রায়ই দেখাই যায় না। কোনও বাধা-বিঘ্ন ছাড়াই সাউন্ড ওয়েভ এগিয়ে যাবে; এমন একটি প্রযুক্তি ব্যবহার করা হয়েছে।
এই প্রোডাক্টটি তৈরি করতে অন্তত দশ বছর সময় লেগেছে প্রতিষ্ঠানটির। গত বছর বাজারে এসেছে এটি। যদি আপনিও একটি দামি হেডফোনের বিষয়ে উৎসাহী হন, তাহলে জেনে নিন এটির দাম ৪১ লাখ ৯৭ হাজার ৫০০ টাকা। তবে একধাক্কায় অতো খরচ না করলেও চলবে। মাসে মাসে ইএমআই দেওয়ারও সু-ব্যবস্থা রাখা হয়েছে। তাতে করে মাসে পড়বে ৩ লাখ ৬৯ হাজার ৭৬২ টাকা করে!