দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ বছর শেষ হলে অনেক হিসাব-নিকাশ শুরু হয়। বিশেষ করে বিশ্বের খ্যাতিমান ব্যক্তিদের ওপর চালানো হয় নানা রকম জরিপ। এবার সেই এমনই এক বার্ষিক গ্যালাপ ভোটে উঠে এসেছে আমেরিকার সবচেয়ে প্রংশসিত নারী মিশেল ওবামা!
বছর শেষ হলে অনেক হিসাব-নিকাশ শুরু হয়। বিশেষ করে বিশ্বের খ্যাতিমান ব্যক্তিদের ওপর চালানো হয় নানা রকম জরিপ। এবার সেই এমনই এক বার্ষিক গ্যালাপ ভোটে উঠে এসেছে বিশ্বের সবচেয়ে প্রংশসিত নারী মিশেল ওবামা!
এ বছর মার্কিনীদের কাছে সবচেয়ে প্রশংসিত নারী হিসেবে স্থান পেয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রের সাবেক ফার্স্ট লেডি মিশেল ওবামা। দীর্ঘদিন ধরে পছন্দের শীর্ষে থাকা আরেক সাবেক ফার্স্ট লেডি হিলারি ক্লিনটনকে হারিয়ে মিশেল শীর্ষে উঠে এলেন।
সংবাদ মাধ্যমের খবরে জানা যায়, বার্ষিক গ্যালাপ ভোটে সাবেক প্রেসিডেন্ট প্রার্থী এবং পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন এবার তৃতীয় স্থান অর্জন করেছেন। তিনি ১৭ বছর ধরে আমেরিকার সবচেয়ে প্রশংসিত নারী হিসেবে নিজের অবস্থান ধরে রেখে আসছিলেন এতো বছর ধরে। অপরদিকে টক শোয়ের উপস্থাপক অপরাহ উইনফ্রে দ্বিতীয় স্থান অর্জন করেছেন।
অপরদিকে পুরুষদের মধ্যে সবচেয়ে প্রশংসিত পুরুষ হিসেবে প্রথম স্থান অর্জন করেছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। দ্বিতীয় অবস্থানে রয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।