The Dhaka Times
তরুণ প্রজন্মকে এগিয়ে রাখার প্রত্যয়ে, বাংলাদেশের সবচেয়ে বড় সামাজিক ম্যাগাজিন।

পেরুতে বিয়ের অনুষ্ঠানে হোটেলের দেওয়াল ধসে নিহত ১৫

দক্ষিণ পেরুর আবানকাইয়ের আলহামব্রা হোটেলটির অবস্থান হলো পাহাড়ি একটি ঢালের পাশে

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ পেরুতে বিয়ের অনুষ্ঠান চলাকালে হোটেলের দেওয়াল ধসে অন্তত ১৫ জনের মৃত্যু হয়েছে। এই ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ৩৪ জন।

পেরুতে বিয়ের অনুষ্ঠানে হোটেলের দেওয়াল ধসে নিহত ১৫ 1

রবিবার দেশটির আলহামব্রা নামক একটি হোটেলে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে। পেরুর দমকল বিভাগের প্রধান হোর্হে চাভেজ এই তথ্যটি নিশ্চিত করেছেন।

হোর্হে চাভেজ বলেছেন, আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে ৫ জনের অবস্থা সঙ্কটজনক বলে তিনি জানিয়েছেন।

জানা গেছে, দক্ষিণ পেরুর আবানকাইয়ের আলহামব্রা হোটেলটির অবস্থান হলো পাহাড়ি একটি ঢালের পাশে। যে দেওয়ালটি ধসে পড়েছে সেটি মূলত ভূমিধস হতে হোটেলটিকে রক্ষার জন্য তৈরি করা হয়।

সংবাদ সংস্থা রয়টার্স বলেছে, এই দূর্ঘটনা সম্পর্কে এখনও আলহামব্রা হোটেল কর্তৃপক্ষের কারও কোনো বক্তব্য পাওয়া যায়নি।

হোর্হে চাভেজ জানিয়েছেন, মধ্যরাতের পর দেওয়ালটি হঠাৎ করে ধসে পড়লে হোটেলের বাগানে ছাউনি দেওয়া একটি অংশ অতিথিদের ওপর ভেঙে পড়ে। তখন সেখানে অনেকেই বিয়ের অনুষ্ঠানে নাচছিলেন, তাদের মধ্যে ১৩ জনের ঘটনাস্থলেই মৃত্যু ঘটে।

Loading...