দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ইন্দোনেশিয়ার একটি তালাবদ্ধ দোকানঘর হতে ১৯৩ বাংলাদেশীকে আটক করেছে দেশটির পুলিশ। মালয়েশিয়ায় নিয়ে যাওয়ার প্রলোভনে তাদেরকে সেখানে নিয়ে আটকে রাখা হয়।
কাজের উদ্দেশ্যে মালয়েশিয়ায় যাওয়ার জন্য পর্যটন ভিসায় বালি ও ইওগেকার্তা শহর হয়ে তারা ইন্দোনেশিয়ায় ঢুকেছেন বলে জানিয়েছে পুলিশকে।
ইন্দোনেশিয়ার উত্তর সুমাত্রার অভিবাসন প্রধান ফেরি মেনাং সিহিত সংবাদ মাধ্যমকে বলেছেন, এসব বাংলাদেশী মানবপাচারের শিকার হয়েছেন। মালয়েশিয়ায় নিয়ে গিয়ে ভালো কাজের সুযোগ করে দেওয়ার লোভের ফাঁদে ফেলে তাদেরকে সেখানে নিয়ে আসা হয়। সুমাত্রা দ্বীপের মেদানে এরা সবাই তালাবদ্ধ অবস্থায় ছিলেন।
বুধবার রাতে যখন এইসব বাংলাদেশীদের উদ্ধার করা হয়, তখন সকলেই সুস্থ ছিলেন। এরপর তাদের অভিবাসী আটক কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। বর্তমানে তাদের বাংলাদেশে ফেরত পাঠানো প্রক্রিয়া চলছে।