দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ সাব্বির নাসির ও নাসরিন নাসার রোমান্টিক গান মানেই দর্শকদের মন জয় করা। দর্শকদের হৃদয় জয় করার এমন সুযোগ তারা পেয়েছেন এবং সেটি কাজেও লাগিয়েছেন। সাব্বির নাসির ও নাসরিন নাসার ‘ফাগুন আসছে’ শীঘ্রই।
নব্বই দশকের জনপ্রিয় গায়ক ও গিটারিস্ট হলেন সাব্বির নাসির। তিনি ২০ বছর পর রোমান্টিক গান ‘তুমি যদি বলো’ নিয়ে আবারও গানে ফিরে এলেন। গানটি লিখেছেন তাহমিনা পারভিন।
ভিন্ন ধারার সুরকার মুনতাসির তুষারের সুর করা এই গানটিতে তার সঙ্গে দ্বৈতভাবে কণ্ঠ দিয়েছিলেন নাসরিন নাসা।
এবার তারা নিয়ে আসছেন ‘ফাগুন আসছে’ শিরোনামে নতুন একটি গান। এই গানটিও লিখেছেন তাহমিনা পারভিন সুর করেছেন মুন্তাসির তুষার।
এস এম ফজলে রাব্বি ও সিনেমাটোগ্রাফার রাজু রাজের হাতে নির্মিত হয়েছে গানটির ভিডিও। এতে অভিনয় করেছেন সালহা খানম নাদিয়া ও আশফাক রানা। চলতি সপ্তাহেই গানচিলের ব্যানারে রিলিজ হতে চলেছে সাব্বির নাসির ও নাসরিন নাসার নতুন এই গানের ভিডিওটি। দর্শকরা আগাম সংবাদ পেয়ে মুখিয়ে থাকবেন তাতে কোনো সন্দেহ নেই।