The Dhaka Times
তরুণ প্রজন্মকে এগিয়ে রাখার প্রত্যয়ে, বাংলাদেশের সবচেয়ে বড় সামাজিক ম্যাগাজিন।

বিশ্বের সবচেয়ে সুন্দর দেশ হলো স্কটল্যান্ড

ভ্রমণের জন্য বিশ্বের সবচেয়ে বেশি উপযোগী এবং সুন্দর দেশ হিসেবে স্কটল্যান্ড রয়েছে সবার শীর্ষে

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। সোমবার, ৮ এপ্রিল ২০১৯ খৃস্টাব্দ, ২৫ চৈত্র ১৪২৫ বঙ্গাব্দ, ২ শাবান ১৪৪০ হিজরি। দি ঢাকা টাইমস্ -এর পক্ষ থেকে সকলকে শুভ সকাল। আজ যাদের জন্মদিন তাদের সকলকে জানাই জন্মদিনের শুভেচ্ছা- শুভ জন্মদিন।

বিশ্বের সবচেয়ে সুন্দর দেশ হলো স্কটল্যান্ড 1

ভ্রমণবিষয়ক খ্যাতনামা ম্যাগাজিন রাফ গাইড সম্প্রতি প্রকাশ করেছে যে, বিশ্বের সবচেয়ে সুন্দর দেশ স্কটল্যান্ড। তারা বিশ্বের সবচেয়ে সুন্দর ৭ দেশের তালিকা প্রকাশ করে। বিশ্বের সবচেয়ে সুন্দর দেশ বাছাইয়ের জন্য ভোটের আয়োজন করা হয়।

পর্যটন ব্যবস্থার পাশাপাশি প্রাকৃতিক সৌন্দর্য, সভ্যতা, আবহাওয়া, ঐতিহাসিক গুরুত্বসহ আরও বেশকিছু বিষয়ের ওপর গুরুত্ব দিয়েই প্রকাশ করা হয় এই তালিকা।

ভ্রমণের জন্য বিশ্বের সবচেয়ে বেশি উপযোগী এবং সুন্দর দেশ হিসেবে স্কটল্যান্ড রয়েছে সবার শীর্ষে। এখানকার প্রাকৃতিক সৌন্দর্য, পর্যটন ব্যবস্থা সর্বোপরি ভ্রমণের উপযুক্ত আবহাওয়ার কারণে সবচেয়ে সুন্দর দেশ হিসেবে বিবেচিত হয়েছে এই স্কটল্যান্ড।

ম্যাগাজিনটির মতে, বিশ্বের সবচেয়ে সুন্দর ৭ দেশ হলো, ১। স্কটল্যান্ড, ২। কানাডা, ৩। নিউজিল্যান্ড, ৪। ইতালি, ৫। সাউথ আফ্রিকা, ৬। ইন্দোনেশিয়া এবং ৭। ইংল্যান্ড।

তথ্যসূত্র: http://www.deshsangbad.com এর সৌজন্যে।

তুমি এটাও পছন্দ করতে পারো
Loading...