The Dhaka Times
তরুণ প্রজন্মকে এগিয়ে রাখার প্রত্যয়ে, বাংলাদেশের সবচেয়ে বড় সামাজিক ম্যাগাজিন।

গোপনে বিয়ে: ভেঙে গেলো তানিয়া বৃষ্টির সংসার

বিয়ের পর বেশ খানিকটা সময় মিডিয়াতে হতে দূরেই ছিলেন তানিয়া

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ গোপনে বিয়ে করেছিলেন। অগোচরে বিয়ে করেও শেষ পর্যন্ত টিকিয়ে রাখতে পারেন নি তার বিয়ে। ভেঙে গেছে তানিয়া বৃষ্টির সংসার।

গোপনে বিয়ে: ভেঙে গেলো তানিয়া বৃষ্টির সংসার 1

মডেল ও অভিনেত্রী তানিয়া বৃষ্টি। ২০১২ সালে ভিট চ্যানেল আই টপ মডেল প্রতিযোগিতায় দ্বিতীয় রানার আপ হয়ে ব্যাপক পরিচিতি পান। তারপরই শোবিজে পা রাখেন তানিয়া বৃষ্টি। ‘ঘাসফুল’ সিনেমায় অভিনয়ের মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক ঘটে তার। তারপর ‘লাভার নাম্বার ওয়ান’, ‘আয়না সুন্দরী’, ‘যদি তুমি জানতে’ সিনেমাতে অভিনয় করেন তানিয়া বৃষ্টি। এছাড়াও নিয়মিতভাবে নাটক ও বিজ্ঞাপনে দেখা গেছে এই তারকাকে। ক্যারিয়ারের ব্যস্ত সময় হঠাৎ বিয়ে করে বসেন তানিয়া বৃষ্টি। অনেকটা চুপিসারেই অস্ট্রেলিয়া প্রবাসী সাব্বির চৌধুরীকে বিয়ে করেন তিনি।

বিয়ের পর বেশ খানিকটা সময় মিডিয়াতে হতে দূরেই ছিলেন তানিয়া। অপরদিকে তার স্বামী সাব্বির সিডনির একটি টেলিভিশনে কর্মরত। সেইসঙ্গে বেশকিছু টিভি নাটক প্রযোজনা করেছেন তিনি। তার প্রযোজনায় কাজ করতে গিয়েই পরিচয় ঘটে তানিয়ার সঙ্গে। দুই পরিবারের সম্মতিতে ২০১৭ সালের ৩০ জুন বাগদানও হয় তাদের।

গোপনে বিয়ে: ভেঙে গেলো তানিয়া বৃষ্টির সংসার 2

এই বিষয়ে গণমাধ্যমকে তানিয়া জানান, দুই পরিবারের সম্মতিতেই এই বিবাহবিচ্ছেদ ঘটেছে। তারা আলাদা থাকছেন। ব্যক্তিগত বিষয় নিয়ে মিডিয়াতে কথা বলতে চান না বলেও জানান এই অভিনেত্রী।

সম্প্রতি তাকে আবারও শোবিজে সরব দেখা যাচ্ছে। বর্তমান বৃষ্টি নিয়মিত অভিনয় করে নিজেকে আরও সমৃদ্ধ করতে চান।

তুমি এটাও পছন্দ করতে পারো
Loading...