দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ আসন্ন ঈদুল ফিতরের কোনো নাটকেই অভিনয় করতে চাচ্ছেন না ছোট ও বড় পর্দার জনপ্রিয় অভিনেত্রী শবনম ফারিয়া। তাই আগামী রমজানের ঈদে শবনম ফারিয়াকে দেখা যাবে না।
সম্প্রতি নিজের ফেরিফায়েড ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে শবনম ফারিয়া এই তথ্য দিয়েছেন। তিনি স্ট্যাটাসে লেখেন, “আমি “ব্যক্তিগত” কারণে এবারের ঈদে কোনো নাটকেই অভিনয় করতে চাইছি না! আশা করি এইটা নিয়ে কারো সঙ্গে কোনো প্রকার ভুল বোঝাবুঝির কোনো সুযোগ নেই…
আমি এমন কোনো বড় অভিনেত্রী না যে এক ঈদে কাজ না করলে মহাভারত অশুদ্ধ হয়ে যাবে। যাদের অলরেডি ডেইট দেয়া রয়েছে, সেগুলো অবশ্যই শেষ করবো! তার বাইরে আর না…. ধন্যবাদ!”
উল্লেখ্য, বড় পর্দায় প্রথমবারের মতো ‘দেবী’ সিনেমায় অভিনয় করে ব্যাপক প্রশংসিত হন জনপ্রিয় এই অভিনেত্রী। গত বছরের ১৯ অক্টোবর মুক্তি পায় জয়া আহসান প্রযোজিত এবং অভিনীত ছবি দেবী। ওই ছবিতে শবনম ফারিয়া ছাড়াও আরও অভিনয় করেন চঞ্চল চৌধুরী, অনিমেষ আইচ এবং ইরেশ যাকের।
ছবিটি পরিচালনা করেন অনম বিশ্বাস এবং পরিবেশনায় ছিল জাজ মাল্টিমিডিয়া। এ বছরের শুরুতে বিয়ে করেন অভিনেত্রী শবনম ফারিয়া। গত ২৬ জানুয়ারি অনুষ্ঠিত হয় গায়ে হলুদের অনুষ্ঠান। এরপর ১ ফেব্রুয়ারি বিবাহোত্তর সংবর্ধনারও আয়োজন করা হয়।
This post was last modified on মে ৫, ২০১৯ 3:18 অপরাহ্ন
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শসা আমাদের দৈনন্দিন খাদ্যতালিকায় অন্যতম পরিচিত এবং সহজলভ্য একটি সবজি।…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ অ্যাপল ও গুগল বিশ্বজুড়ে তাদের ব্যবহারকারীদের আবারও নতুন করে সাইবার…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ আমাদের দৈনন্দিন খাদ্যতালিকায় সবচেয়ে পরিচিত ও সহজলভ্য একটি সবজি হলো…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ বলিউডের দুই অভিনেত্রী কাজল-টুইঙ্কেলের ‘টু মাচ উইথ কাজল অ্যান্ড টুইঙ্কেল’…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ গত কয়েক দিন ধরে, নিউ সাউথ ওয়েলস (অস্ট্রেলিয়া) এবং দ্বীপ…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ চীনা বিজ্ঞানীরা দাবি করেছেন, তারা এমন একটি কৃত্রিম চিপ উদ্ভাবন…