The Dhaka Times
তরুণ প্রজন্মকে এগিয়ে রাখার প্রত্যয়ে, বাংলাদেশের সবচেয়ে বড় সামাজিক ম্যাগাজিন।

সৌদি আরবে আজ (সোমবার) থেকে পবিত্র রমজান শুরু হয়েছে

সৌদি আরবের মতো সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, ওমান, মিসর, মালয়েশিয়া, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া ও সিঙ্গাপুরেও আজ (সোমবার) হতে রোজা শুরু হয়েছে

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ সৌদি আরবে আজ (সোমবার) থেকে পবিত্র রমজান শুরু হয়েছে। গত শনিবার পবিত্র রমজান মাসের চাঁদ দেখা না যাওয়ায় আজ (সোমবার) থেকে পবিত্র রমজান শুরুর ঘোষণা দেওয়া হয়।

সৌদি আরবে আজ (সোমবার) থেকে পবিত্র রমজান শুরু হয়েছে 1

মধ্যপ্রাচ্যের কোথাও শনিবার (৪ মে) পবিত্র মাহে রমজানে চাঁদ দেখা যায়নি। সেই হিসেবে ১৪৪০ হিজরির শাবান মাস ৩০ দিনে পূর্ণ হয়ে আজ সোমবার (৬ মে) হতে সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যে রোজা শুরু হয়েছে। আরব নিউজের খবরে সৌদি আরবে চাঁদ দেখা না যাওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়।

সৌদি আরবের মতো সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, ওমান, মিসর, মালয়েশিয়া, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া ও সিঙ্গাপুরেও আজ (সোমবার) হতে রোজা শুরু হয়েছে। এসব দেশে রবিবার হতে তারাবিহ নামাজ শুরু হয়। সোমবার সৌদি আরবে রোজা শুরু হওয়ায় মঙ্গলবার বাংলাদেশে রোজা শুরু হওয়ার বিষয়টি প্রায় নিশ্চিত।

যদিও বিষয়টি জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠকে চূড়ান্ত সিদ্ধান্ত হবে।

তুমি এটাও পছন্দ করতে পারো
Loading...