The Dhaka Times
তরুণ প্রজন্মকে এগিয়ে রাখার প্রত্যয়ে, বাংলাদেশের সবচেয়ে বড় সামাজিক ম্যাগাজিন।

redporn sex videos porn movies black cock girl in blue bikini blowjobs in pov and wanks off.

এবার মার্সেল আনছে বাংলা ভয়েস কন্ট্রোল টিভি!

নতুন প্রযুক্তির স্মার্ট টিভি চলতি মাসেই বাজারে ছাড়বে বলে সংবাদ মাধ্যমকে জানিয়েছে মার্সেল

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শীর্ষস্থানীয় ইলেকট্রনিক্স ব্র্যান্ড মার্সেলের স্মার্ট টিভিতে এবার যুক্ত করা হলো তিন ধরণের ল্যাঙ্গোয়েজ সিলেকশন অপশন। বাংলা, ইংরেজি ও হিন্দি। অর্থাৎ এখন থেকে বাংলা ভয়েস কন্ট্রোল করা যাবে মার্সেল টিভি!

এবার মার্সেল আনছে বাংলা ভয়েস কন্ট্রোল টিভি! 1

তিনটি ভাষার যে কোনো কন্টেন্ট ইউটিউব বা ইন্টারনেট ব্রাউজারে খোঁজার ক্ষেত্রে গ্রাহক শুধু ভয়েস কমান্ড দিলেই স্বয়ংক্রিয়ভাবে সংশ্লিষ্ট কন্টেন্টটি চলে আসবে। টাইপ করে আর খুঁজতে হবে না। এই নতুন প্রযুক্তির স্মার্ট টিভি চলতি মাসেই বাজারে ছাড়বে বলে সংবাদ মাধ্যমকে জানিয়েছে মার্সেল কর্তৃপক্ষ।

সম্প্রতি রাজধানীতে মার্সেল করপোরেট অফিসের সম্মেলন কক্ষে আয়োজিত ‘ইনএগোরেশন সিরিমনি অব বাংলা ভয়েস কন্ট্রোল টিভি’ প্রোগ্রামে এই তথ্য জানানো হয়। মার্সেলের নতুন প্রযুক্তির স্মার্ট টিভির শুভ উদ্বোধন করেন প্রতিষ্ঠানটির ভাইস-চেয়ারম্যান এসএম নূরুল আলম রিজভী। এ সময় উপস্থিত ছিলেন পরিচালক এসএম আশরাফুল আলম, এসএম মাহবুবুল আলম এবং রাইসা সিগমা হিমা।

অনুষ্ঠানে চলতি বছরের এপ্রিল মাস পর্যন্ত মার্সেল টিভি বিক্রিতে উল্লেখযোগ্য প্রবৃদ্ধি অর্জন এবং চলমান ডিজিটাল ক্যাম্পেইনের প্রচারণায় অসাধারণ অবদান রাখায় ৭ জন সাব-ডিলার এবং ১ জন এরিয়া ম্যানেজারকে পুরস্কৃত করা হয়। তাদেরকে দেওয়া হয় বিশেষ সনদ এবং বিদেশ ভ্রমণের প্যাকেজ।

এই সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির নির্বাহী পরিচালক ইভা রিজওয়ানা, এমদাদুল হক সরকার, মোহাম্মদ রায়হান, এসএম জাহিদ হাসান, হুমায়ুন কবীর, মার্সেলের হেড অব সেলস ড. মো. সাখাওয়াৎ হোসেন, টেলিভিশন বিভাগের প্রধান নির্বাহী কর্মকর্তা ও সিইও মোস্তফা নাহিদ হোসেন প্রমূখ ব্যক্তিবর্গ।

এই বিষয়ে সংবাদ মাধ্যমকে মার্সেল টিভি গবেষণা ও উন্নয়ন বিভাগের ইনচার্জ প্রকৌশলী এনামুল হাসান জানিয়েছেন, মায়ের ভাষা ‘বাংলা’ সিলেকশন অপশন যুক্ত করা হলো মার্সেলের স্মার্ট টিভিতে। যে কারণে এই স্মার্ট টিভিতে বাংলা কন্টেন্ট প্রয়োজন হলে, গ্রাহককে টিভির রিমোর্ট বাটনে টাইপ করতে হবে না। গ্রাহকরা ‘হ্যালো মার্সেল’ বললেই আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স (অও) ভয়েস রিসিভার অ্যাকটিভ কিংবা সচল হয়ে যাবে। এরপর প্রয়োজনীয় কন্টেন্টটি বাংলায় বললেই সেটি স্বয়ংক্রিয়ভাবে ইন্টারনেট ব্রাউজার বা ইউটিউবে চলে আসবে। শুধুমাত্র বাংলাই নয়; ভয়েস কমান্ডের মাধ্যমে সিলেক্ট করা যাবে হিন্দি এবং ইংরেজি কন্টেন্টও।

এই বিষয়ে মার্সেলের হেড অব সেলস ড. মো. সাখাওয়াৎ হোসেন বলেছেন, উদ্ভাবনী এবং লেটেস্ট প্রযুক্তি সংযোজনের মাধ্যমে স্মার্ট টিভিকে আরও গ্রাহকবান্ধব করতে কাজ করে চলেছে মার্সেল আরএনডি বিভাগের প্রকৌশলীরা। এরই ধারাবাহিকতায় গ্রাহকদের জন্য তারা এবার স্মার্ট টিভিতে বাংলা ভাষা অপশনের মতো উদ্ভাবনী নতুন ফিচার যুক্ত করেছে। গ্রাহকরা চলতি মাসেই নতুন এই স্মার্ট টিভিটি পাবেন বলে আশা প্রকাশ করা হয়েছে।

জানা গেছে, রাজধানীর অদূরে গাজীপুরের চন্দ্রায় স্থাপিত টিভি ম্যানুফ্যাকচারিং ইউনিটে আইএসও ক্লাস সেভেন ডাস্ট ফ্রি ক্লিন রুমে অত্যাধুনিক প্রযুক্তির এইচএডিএস (হাই অ্যাডভান্স সুপার ডাইমেনশন সুইচ) ও আইপিএস (ইন প্ল্যান সুইচিং) প্যানেল তৈরির কাজ করছে মার্সেল। কারখানায় রয়েছে টিভির মাদারবোর্ড, ডিসপ্লে, রিমোট, স্পিকার, কেসিং ও হাউজিংসহ আনুষঙ্গিক পার্টস তৈরির পৃথক প্রোডাকশন লাইন। সেখানে জার্মান প্রযুক্তির সারফেস মাউন্টিং টেকনোলজীসহ বিশ্বের উন্নতমানের লেটেস্ট সব প্রযুক্তির মেশিনারিজ স্থাপনও করা হয়েছে। সেসব যন্ত্রপাতি দিয়ে বিশ্বের অত্যাধুনিক প্রযুক্তি, বৈচিত্র্যময় ডিজাইন এবং ফিচারের আন্তর্জাতিক মানসম্পন্ন টিভি তৈরি করছে মার্সেল।

Loading...
sex không che
mms desi
wwwxxx
bn_BDBengali