The Dhaka Times
তরুণ প্রজন্মকে এগিয়ে রাখার প্রত্যয়ে, বাংলাদেশের সবচেয়ে বড় সামাজিক ম্যাগাজিন।

বিমানের চেয়েও দ্রুতগতিতে চলবে চীনের আবিষ্কৃত ট্রেন!

চীনারা নিজেদের রেকর্ড নিজেরাই ভাঙছেন

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ সত্যিই বিজ্ঞানের উসিলায় গবেষণা যেনো দ্রুত গতিতে এগিয়ে চলেছে। যতো দিন গড়াচ্ছে ততোই বেরিয়ে আসছে নতুন নতুন গবেষণা। এবার চীন এমন এক ট্রেন আবিষ্কার করেছে যে ট্রেন বিমানের চেয়েও দ্রুতগতিতে চলবে!

বিমানের চেয়েও দ্রুতগতিতে চলবে চীনের আবিষ্কৃত ট্রেন! 1

এবার চীনারা নিজেদের রেকর্ড নিজেরাই ভাঙছেন। বর্তমানে বিশ্বের সবচেয়ে দ্রুতগতির ট্রেন রয়েছে (চলমান) চীনের দখলে। এবার নিজেদের সেই রেকর্ডটি ভেঙে অবিশ্বাস্য দ্রুতগতির ভাসমান বুলেট ট্রেন আনতে চলেছে চীন। যে ট্রেনের সর্বোচ্চ গতি হবে ঘণ্টায় ৬শ কিলোমিটার। অর্থাৎ বিমানের চেয়েও দ্রুতগতিসম্পন্ন নতুন ট্রেন আনতে চলেছে চীন।

প্রোটোটাইপ বডির এ ম্যাগনেটিক ট্রেনকে বলা হচ্ছে ম্যাগলেভ। চীনের রাষ্ট্রীয় কোম্পানি চীন রেলওয়ে রোলিং স্টক এই ট্রেনটি তৈরি করছে। বিশ্বের সবচেয়ে বড় ট্রানজিট উপকরণ প্রস্তুতকারী এই প্রতিষ্ঠানটি ট্রেনটি চলতি বছরের দ্বিতীয় ভাগে চালু করার সম্ভাবনা রয়েছে।

চীনের তৈরি নতুন এই ম্যাগলেভ ট্রেনের উদাহরণ হিসেবে বলা হয়েছে, রাজধানী বেইজিং হতে সাংহাই যেতে বিমানে সাড়ে ৪ ঘণ্টা, হাইস্পিড ট্রেনে সাড়ে ৫ ঘণ্টা সময় লাগে। সেখানে এই নতুন ম্যাগলেভে লাগবে মাত্র সাড়ে ৩ ঘণ্টার মতো। চীনা রেলওয়ে রোলিং স্টকের ডেপুটি চিফ ইঞ্জিনিয়ার ডিং স্যানসান জানিয়েছেন এই বিষয়টি।

ম্যাগলেভ ট্রেনে ম্যাগনেটিং যে প্রযুক্তি ব্যবহার করা হবে তা ট্রেনকে মাটি হতে উপরে রেখে এগিয়ে নেয়। প্রায় ৩ বছরের অক্লান্ত গবেষণার পর গতির সঙ্গে মানিয়ে নেওয়ার মতো ট্রেনের বডি প্রস্তুত করা হয়েছে বলে জানিয়েছেন মি: ডিং।

Loading...