The Dhaka Times
তরুণ প্রজন্মকে এগিয়ে রাখার প্রত্যয়ে, বাংলাদেশের সবচেয়ে বড় সামাজিক ম্যাগাজিন।

redporn sex videos porn movies black cock girl in blue bikini blowjobs in pov and wanks off.

কাড়ি কাড়ি টাকা মিলবে যেসব শহরে থাকলে!

উন্নত জীবনের আশায় হাজার হাজার মানুষ যখন ভূমধ্যসাগরে লাশ হয়ে যাচ্ছে, তখন এমন কথাকে পাগলের প্রলাপ মনে করাটাই স্বাভাবিক

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ আপনি একবার ভাবুন তো- ফিটফাট, চকচকে এক শহরে থাকতে শুরু করলেন। পুরস্কার হিসেবে পেয়ে গেলেন বাড়ি-গাড়ি, চাকরিসহ কাড়ি কাড়ি টাকা! তাহলে কেমন হয়? এমন কয়েকটি শহরের গল্প রয়েছে আজ।

কাড়ি কাড়ি টাকা মিলবে যেসব শহরে থাকলে! 1

এমন কথা শুনে যে কেও পাগলের প্রলাপ মনে করতে পারেন। কারণ হলো উন্নত জীবনের আশায় হাজার হাজার মানুষ যখন ভূমধ্যসাগরে লাশ হয়ে যাচ্ছে, তখন এমন কথাকে পাগলের প্রলাপ মনে করাটাই স্বাভাবিক।

তবে ঘটনাটি মিথ্যা নয়, সারা বিশ্বে আসলেই এমন কিছু শহর রয়েছে যেখানে স্থায়ীভাবে বসবাস করলেই পাওয়া যাবে নানা ধরণের লোভনীয় সুযোগ-সুবিধা। আজ আপনাদের এমন কিছু শহরের কথাই জানাবো।

মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ হ্যাভেন

মার্কিন যুক্তরাষ্ট্রের শহর হলো নিউ হ্যাভেন। এই শহরটিতেই বিশ্বের অন্যতম সেরা বিশ্ববিদ্যালয় ইয়েল ইউনিভার্সিটি অবস্থিত। প্রাকৃতিক সৌন্দর্যের কারণেও মানুষকে আকৃষ্ট করে থাকে এই শহর। তবে সাম্প্রতিক বছরগুলোতে শহরটির জনসংখ্যা কমেই চলেছে। এই অবস্থা হতে বেরিয়ে আসতে একটি প্রজেক্ট হাতে নিয়েছে নিউ হ্যাভেন শহর কর্তৃপক্ষ। `দ্য রি-নিউ হ্যাভেন প্রোগ্রাম` নামের এই প্রজেক্টের মূল বিষয় হলো- কেও যদি অন্য কোনো শহর ছেড়ে এই শহরে কাজের জন্য চলে আসে, তাহলে তাকে দেওয়া হবে ৮০ হাজার ডলারের ঋণ সুবিধা। এই ৮০ হাজার ডলারের মধ্যে আবার রয়েছে নিউ হ্যাভেনে একটি বাড়ি কেনার জন্য ১০ হাজার ডলার সুদহীন লোন। সেই বাড়িতে উন্নত এনার্জি-সেভিং আপগ্রেডের জন্য আরও ৩০ হাজার ডলার লোন দেওয়া হবে। যদি অন্তত ৫ বছর এই শহরে আপনি কাটান, তাহলে বাড়ি কিনতে যে ১০ হাজার ডলার লোন আপনি নিয়েছিলেন তার পুরোটাই মাফ করে দেওয়া হবে। কোনো রকমে যদি আপনি ১০ বছর এখানে কাটিয়ে দিতে পারেন, তাহলে বাকি ৩০ হাজার ডলার লোনও আপনাকে কখনও পরিশোধ করতে হবে না।

মার্কিন যুক্তরাষ্ট্রের টুলসা

টুলসার অবস্থান মার্কিন যুক্তরাষ্ট্রে। এটিও নিউ হ্যাভেনের মতোই। মার্কিন যুক্তরাষ্ট্রের এই শহরে মানুষ বাড়ানোর জন্য `টুলসা রিমোট` নামে একটি নতুন প্রকল্প হাতে নিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। এই প্রকল্পের আওতায় বাইরের শহর হতে কেও যদি এই শহরে এসে কাজ করতে চায়, বিনিময়ে তাকে দেওয়া হবে ১০ হাজার মার্কিন ডলার ক্যাশ ইনসেন্টিভ। তবে এখানেই শেষ নয়। ক্যাশ ইনসেন্টিভের সঙ্গে সঙ্গে আরও মিলবে কো-ওয়ার্কিং স্পেসের মেম্বারশিপও! সাধারণ মানুষের মেম্বারশিপ পেতে গুনতে হয় ১ হাজার ৮০০ ডলার। তবে নতুন আগতরা এটা পাবেন বিনামূল্যেই। পাশাপাশি একটি ফুল-ফার্নিশড অ্যাপার্টমেন্ট ভাড়া নিতে মাসিক ৩০০ ডলার পর্যন্ত তাকে ডিসকাউন্টও দেওয়া হবে। এক্ষেত্রে শর্ত শুধু একটাই থাকবে- অন্তত এক বছর আপনাকে থাকতে হবে এই শহরটিতে।

কাড়ি কাড়ি টাকা মিলবে যেসব শহরে থাকলে! 2

মার্কিন যুক্তরাষ্ট্রের বাল্টিমোর

মার্কিন যুক্তরাষ্ট্রের বাল্টিমোর শহরে নতুন বাসিন্দা আকৃষ্ট করার জন্য দেওয়া হচ্ছে ৫ হাজার ডলার। `বাল্টিমোর স্কিম` নামে এই অফারের শর্ত শুধু একটাই। অন্তত ওই ব্যক্তিকে ৫ বছর এই শহরে থাকতে রাজি হতে হবে। তাহলেই ৫ হাজার ডলারের মাফযোগ্য লোন দেওয়া হবে তাকে। এই লোনের অর্থ দিয়ে শহরের যেকোনো স্থানে একটি বাড়ি কিনে নিতে পারবেন। যারা এরচেয়েও দীর্ঘমেয়াদে এই শহরে থাকতে চান, তাদের জন্য রয়েছে ১০ হাজার ডলার মূল্যমানের `ভ্যাকেন্ট টু ভ্যালু বুস্টার` প্ল্যানও। এই প্ল্যানের রয়েছে আপনি যে অর্থ হাতে পাবেন, তা দিয়ে শহরের যেকোনো একটি পূর্ব-ব্যবহৃত একটি প্রপার্টি কিনে নিতে পারবেন, যে প্রপাটির সংস্কার কাজ প্রয়োজন। এই প্রকল্পের মাধ্যমে শহর কর্তৃপক্ষ এক ঢিলে দুই পাখি মারছে। দীর্ঘমেয়াদে শহরে বাসিন্দাও পাওয়া যাচ্ছে, আবার অপরদিকে শহরের পরিত্যক্ত প্রপার্টির সংস্কারও হয়ে যাচ্ছে!

সুইজারল্যান্ডের অ্যালবিনেন

ছবির মতোই ছোট্ট এক সাজানো গোছানো গ্রাম হলো এই সুইজারল্যান্ডের অ্যালবিনেন। অথচ এতো সুন্দর একটি গ্রামের স্থায়ী বাসিন্দা মাত্র ২৪০ জন। এদের বেশিরভাগই আবার অন্য শহরে গিয়ে কাজ করে। নিজ গ্রামে এসে মাঝেসাঝে ছুটি কাটিয়ে যায়। যে কারণে দিনকে দিন গ্রামের স্থায়ী বাসিন্দা কমে যাচ্ছে। সেজন্য গ্রাম পরিষদ সিদ্ধান্ত নিয়েছে যে, কেও যদি স্বেচ্ছায় এই গ্রামে এসে স্থায়ীভাবে থাকতে চান, তাহলে সেই ব্যক্তিকে পুরস্কৃত করা হবে। প্রাপ্তবয়স্কদের জন্য দেওয়া হবে ২৬ হাজার ৬৪৮ ডলার ও শিশুরা পাবে ১০ হাজার ৬৫৯ ডলার। এজন্য অবশ্য কিছু শর্তও পূরণ করতে হবে। আলবিনের বাসিন্দা হতে আগ্রহী ব্যক্তির বয়স অবশ্যই ৪৫ বছর কিংবা তার কম হতে হবে। ওই ব্যক্তিকে গ্রামে অন্তত ১০ বছর থাকার প্রতিশ্রুতিও দিতে হবে।

কাড়ি কাড়ি টাকা মিলবে যেসব শহরে থাকলে! 3

ইতালির ক্যান্ডেলা

ইতালির ছোট শহর হলো এই ক্যান্ডেলা। এই শহরটিতে জনসংখ্যাও কমছিল ক্রমাগতভাবে। এই অবস্থা বদলাতে ২০১৭ সালে বিশেষ অফার দিতে শুরু করে সেখানকার কর্তৃপক্ষ। তারা প্রতিশ্রুতি দেন যে, কেও শহরে এসে স্থায়ীভাবে বাস করতে শুরু করলে তাকে অন্তত ২ হাজার ডলার পর্যন্ত প্রতিশ্রুতি দেওয়া হবে। আপনি যদি একা সেখানে যান তাহলে দেওয়া হবে ৮০০ ইউরো। যদি আপনার সঙ্গীকে সঙ্গে নিয়ে যান তাহলে প্রত্যেককে দেওয়া হবে ১ হাজার ২০০ ইউরো। আপনি যদি পুরো পরিবার নিয়ে যান তাহলে পরিবারের আকারের উপর ভিত্তি করে জনপ্রতি মিলবে ১ হাজার ৩০০ হতে ২ হাজার ডলার!

Loading...
sex không che
mms desi
wwwxxx
bn_BDBengali