The Dhaka Times
তরুণ প্রজন্মকে এগিয়ে রাখার প্রত্যয়ে, বাংলাদেশের সবচেয়ে বড় সামাজিক ম্যাগাজিন।

ভূমিকম্পের সময় নিজের জীবন নয়, স্মার্টফোন বাঁচাতেই ব্যস্ত এক নারী! [ভিডিও]

ভূমিকম্প তো কখনও বলে কয়ে আসে না। হঠাৎই চারিদিক কেঁপে ওঠে, আর তখন জনমনে আতঙ্ক দেখা দেয়

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ মানুষ মোবাইলে এতোটাই আসক্ত হয়ে পড়েছে যে নিজের জীবনও যেনো তুচ্ছ হয়ে গেছে তার কাছে। নিজের জীবন বিপন্ন করে হাতের মোবাইলটি রক্ষার প্রাণ পণ চেষ্টার এমনই একটি ভিডিও সম্প্রতি ভাইরাল হয়েছে। ভিডিওটি দেখলে আপনিও বুঝবেন বিষয়টি!

ভূমিকম্পের সময় নিজের জীবন নয়, স্মার্টফোন বাঁচাতেই ব্যস্ত এক নারী! [ভিডিও] 1

ভূমিকম্প তো কখনও বলে কয়ে আসে না। হঠাৎই চারিদিক কেঁপে ওঠে, আর তখন জনমনে আতঙ্ক দেখা দেয়। তখন মানুষ দিকবিদিক ছুটাছুটি করে জীবন বাঁচানোর জন্য। অনেকেই চিৎকার করে দেন এবং এদিক-ওদিক ছুটোছুটিও শুরু করেন। যে যার জীবন বাঁচাতেই ব্যস্ত হয়ে পড়েন। নিরাপদ স্থানে দৌড়ে যান সবাই।

তবে এসব কিছুই না করে নিজের স্মার্টফোনটি বাঁচাতে মরিয়া হয়ে উঠলেন জনৈক নারী। ভূমিকম্প হতে নিজেকে বাঁচানোর চিন্তা যেনো তার মাথাতেই নেই। তার সমস্ত খেয়াল যেনো স্মার্টফোনের দিকেই।

ভূমিকম্পের সময় ওই নারীর স্মার্টফোন রক্ষার এমন অদ্ভুত কাণ্ডের ভিডিওটি ইতিমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। শুধু তাই নয়, এই ঘটনায় হাস্যরসে মেতেছেন নেটিজেনদের কেও কেও।

ভিডিওটিতে দেখা যাচ্ছে যে, একটি সুইমিংপুলের সামনে দাঁড়িয়ে জনৈক নারী। তার হাতে রয়েছে স্মার্টফোন। এমন সময় ভূমিকম্পের প্রবল ঝাঁকুনিতে পুলের পানি উপচে পড়তে থাকে চারিদিকে। সেই ঝাঁকুনি এবং পানির তোড়ে ওই নারীর বেশ টালমাটাল অবস্থা হয়ে পড়ে যান। তবে সেদিকে খেয়াল নেই তার মোটেও। কোথাও ছুটেও যাননি তিনি। নিরাপদ আশ্রয়েও যাওয়া চিন্তা নেই তার মধ্যে। তবে হাতের ফোনটিতে যেনো সুইমিং পুলের পানি না ঢুকে সেদিকেই বেশ খেয়াল রাখলেন তিনি। হাত উঁচিয়ে রক্ষা করলেন নিজের মোবাইল ফোনটিকে!

ভিডিওর শেষের দিকে দেখা যায়, এমন ভূমিকম্পে স্ত্রীর খোঁজে তার স্বামী ছুটে আসেন সেখানে। তাকে ধরে উদ্ধার করে নিয়ে যান তিনি।জানা যায়, এই ঘটনাটি ঘটেছে গত সপ্তাহে মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়াতে।

টুইটারে ভিডিওটি দেখে অনেকেই কমেন্টে লিখেছেন, বর্তমানে প্রাণের চেয়েও দামি হয়ে উঠেছে স্মার্টফোন। সেখানে নিজের জীবনের থেকেও দামি স্মার্টফোন!

দেখুন ভিডিওটি

তুমি এটাও পছন্দ করতে পারো
Loading...