The Dhaka Times
তরুণ প্রজন্মকে এগিয়ে রাখার প্রত্যয়ে, বাংলাদেশের সবচেয়ে বড় সামাজিক ম্যাগাজিন।

জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলের বিষয়টি পূন বিবেচনা করছেন ডোনাল্ড ট্রাম্প

বর্তমান এই আইনকে হাস্যকর হিসেবে আখ্যা দেন ডোনাল্ড ট্রাম্প

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ সম্প্রতি পুরো বিশ্বজুড়ে চলছে নানা সমালোচনা। মার্কিন নাগরিকত্ব বিষয়টি সকলের আলোচনার বিষয়ে পরিণত হয়েছে। এমন এক পরিস্থিতিতে জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলের বিষয়টি পূন বিবেচনার কথা বলেছেন ডোনাল্ড ট্রাম্প।

জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলের বিষয়টি পূন বিবেচনা করছেন ডোনাল্ড ট্রাম্প 1

জন্মসূত্রে মার্কিন নাগরিকত্ব বাতিলের বিষয়টি গুরুত্বের সঙ্গেই বিবেচনা করছে ট্রাম্প প্রশাসন। হোয়াইট হাউসে সাংবাদিকদের এই কথা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

ডোনাল্ড ট্রাম্প বলেন, অবৈধ অভিবাসী ও মার্কিন নাগরিক নন, এমন ব্যক্তিরা মার্কিন যুক্তরাষ্ট্রের মাটিতে সন্তান জন্ম দিলেই সে সন্তান মার্কিন নাগরিক হতে পারবে না। বর্তমান এই আইনকে হাস্যকর হিসেবে আখ্যা দেন ডোনাল্ড ট্রাম্প। তিনি জানান, শীঘ্রই এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

ইতিপূর্বে গত বছরের অক্টোবরে ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দেন যে, নির্বাহী আদেশ জারির মাধ্যমে জন্মসূত্রে নাগরিকত্ব আইনটি তিনি বাতিল করবেন।

অপরদিকে সীমান্তে অভিবাসীদের প্রবেশ ঠেকানোর জন্য নতুন আইন চালু করছে ট্রাম্প প্রশাসন। এই আইনের মাধ্যমে অবৈধভাবে সীমান্ত পাড়ি দেওয়া অভিবাসীদের অনির্দিষ্ট সময়ের জন্য আটক করে রাখতে পারবে মার্কিন প্রশাসন।

তুমি এটাও পছন্দ করতে পারো
Loading...