চিত্র-বিচিত্র

রাশিয়ায় ২ হাজার বছরের কবরে পাওয়া গেলো ‘স্মার্টফোন’! [ভিডিও]

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ স্মার্টফোনের ইতিহাস খুব বেশিদিনের না সেটি আমাদের সকলের জানা। স্মার্টফোন তো দূরে থাক মুঠোফোনে একে অপরের সঙ্গে কথা বলতে পারবে আমাদের আগের প্রজন্মও বোধ হয় ভাবতে পারেনি। তবে রাশিয়ায় ২ হাজার বছরের পুরোনো কবর হতে একটি ‘স্মার্টফোন’ উদ্ধার করা হয়েছে বলে দাবি করা হয়েছে।

বেশ কয়েকটি ব্রিটিশ গণমাধ্যমসহ আন্তর্জাতিক গণমাধ্যমগুলো ঘটা করে এই খবরটি প্রকাশ করেছে। তারা বলছে যে, স্মার্টফোনটি মার্কিন মুঠোফোন নির্মাতা প্রতিষ্ঠান অ্যাপলের। তবে দুই হাজার বছরের পুরোনো কবরে ‘আইফোন’ গেলো কীভাবে তার সন্তোষজনক কোনো ব্যাখ্যা কেওই দিতে পারেননি।

যে কবরটি থেকে ওই ‘স্মার্টফোনটি’ খুঁজে পাওয়া গেছে সেটি এক তরুণীর কবর। কবরটি রাশিয়ার সায়ানো-শুশেনস্কায়া বাঁধের কাছের আলা নামে এক জলাধারে অবস্থিত। সেখানকার পানি সরাতে গিয়েই বেশ কয়েকটি প্রাচীন কবরের সন্ধান পাওয়ার পর সেখান থেকেই ওই ‘স্মার্টফোন’টি উদ্ধার করা হয়।

Related Post

জানা যায়, রাশিয়ার তুভা অঞ্চলে অবস্থিত ওই কবরের এলাকাকে মূলত দ্য রাশিয়ান আটলান্টাস নামেই পরিচিত। বছরের বেশিরভাগ সময়ই ওই এলাকাটি পানির নিচে তলিয়ে থাকে। শুধু মে ও জুন মাসে পানির স্তর নেমে গেলে গবেষকরা সেখানে বিভিন্ন কিছুর খোঁজ চালান।

স্থানীয় গণমাধ্যম সাইবেরিয়ান টাইমসের এক প্রতিবেদনে জানানো হয়, ওই কবরে সমাহিত তরুণীর নাম হলো নাতাশা। ওই তরুণী এক ধনী পরিবারের সন্তান ছিলেন। সাইবেরিয়ান টাইমস বলছে যে, উদ্ধারকৃত ‘আইফোনটি’ চীনা উইঝু নামের রত্নখচিত মুদ্রা দিয়ে সাজানো ছিল।

প্রত্নতত্ত্ববিদ ও বিশেষজ্ঞরা দাবি করছে যে, কবরটি ২ হাজার ১৩৭ বছর আগে জিওনগু শাসন আমলের কবর। আর ওই মরদেহটি সম্ভ্রান্ত হুন তরুণীর। তার পরিবার দক্ষিণ রাশিয়ার গ্রামীণ অঞ্চলে বসবাস করতেন। কবরগুলো খ্রিষ্টপূর্ব তৃতীয় শতকের কবর।

সেন্ট পিটার্সবার্গ ইনস্টিটিউট অব ম্যাটেরিয়াল হিসটোরি কালচারের গবেষক ড. ম্যারিনা কিলুনোভস্কায়া ওই এলাকাটিকে ‘বৈজ্ঞানিক আশ্চর্যজনক’ বলে বর্ণনা করেছেন। তিনি বলেছেন, তার প্রত্নতাত্ত্বিক অভিযান পরিচালনাকারী দল ‘অবিশ্বাস্যভাবে সৌভাগ্যবান’ যে তারা প্রাচীন কবরস্থান আবিষ্কার করতে সমর্থ হয়েছেন।

এই বিষয়ে প্রত্নতাত্ত্বিক ড. পাভেল লিওস বলেছেন, ‘নাতাশার কবরটি হুনু-যুগের (জিওনগু)। সেখানে “আইফোন” পাওয়ায় ব্যাপারটি এখন সবচেয়ে চাঞ্চল্য হয়ে দাড়িয়েছে। ওই কবরের হাড়গোড়ের সঙ্গে একটি বেল্ট ছিল। বেল্টটিও চীনের উজহু মুদ্রায় সজ্জিত ছিল। সে কারণে এটি কোনো সময়ের, সেটি জানতে সুবিধা হয়েছে।’

স্মার্টফোনের মতো যে ধাতব বস্তুটি কবর থেকে পাওয়া গেছে সেটি দৈর্ঘ্য ১৮ সেন্টিমিটার ও প্রস্থ ৯ সেন্টিমিটার। এর বেল্টটি বিলাসবহুল রত্নপাথর দিয়ে মোড়ানো। যে মুক্তা দিয়ে এটি সজ্জিত ছিল তাকে বলা হয় সকল মুক্তার মা। নাতাশার বেল্টটিও চীনের উইঝু কয়েন দিয়ে খচিত।’ তথ্যসূত্র: https://www.jagonews24.com

দেখুন ভিডিওটি

This post was last modified on অক্টোবর ২৭, ২০১৯ 10:06 পূর্বাহ্ন

স্টাফ রিপোর্টার

Recent Posts

ইব্রাহিম রাইসির মৃত্যু: দুর্ঘটনা নাকি নাশকতা?

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ইতিমধ্যেই হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে নিহত প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি ও তার…

% দিন আগে

জাতীয় বক্সিং চ্যাম্পিয়ন সুরা কৃষ্ণ চাকমা ইউসিবিতে যোগদান করলেন

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ এক দশকেরও বেশি সময়ে বর্ণাঢ্য কর্মজীবনে সুরা কৃষ্ণ চাকমা যেমন…

% দিন আগে

আইফার্মার ও ইউসিবি’র প্রকল্প: অগ্রিম ঋণ পরিশোধ করলেন ভুট্টা এবং মরিচ চাষিরা

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ভুট্টা এবং মরিচ চাষিদের জন্য ব্যাংক অর্থায়ন ও ঋণ পরিশোধের…

% দিন আগে

‘সংবাদ’ নিয়ে বড়পর্দায় ফিরছেন ‘এই তো প্রেম’ নির্মাতা

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ সুপারস্টার শাকিব খান এবং বিন্দুকে নিয়ে ‘এই তো প্রেম’ নির্মাণ…

% দিন আগে

সুনামগঞ্জের ২৮৫ কৃষি উদ্যোক্তা পেলেন দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ১৯ মে সুনামগঞ্জ সদরের প্রিয়াঙ্গন কমিউনিটি সেন্টারে জেলার ১২টি উপজেলার…

% দিন আগে

সম্পূর্ণরূপে পুড়ে গেছে রাইসির হেলিকপ্টার: কেওই বেঁচে নেই

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসিকে বহনকারী হেলিকপ্টারটির ধ্বংসাবশেষের সন্ধান পাওয়া গেছে।…

% দিন আগে