দি ঢাকা টাইমস্ ডেস্ক॥ ভারতের পশ্চিমবঙ্গ উপকূলে আঘাত হানার পর কিছুটা দুর্বল হয়ে বাংলাদেশের সুন্দরবন উপকূলে আঘাত হানে ঘূর্ণিঝড় ‘বুলবুল’। এরপর ভোরে পটুয়াখালীতে আঘাত হানে বুলবুল।
সংবাদ মাধ্যমের খবরে জানা যায়, শনিবার রাত সাড়ে ১০টার দিকে ১০০ হতে ১২০ কিলোমিটার গতিতে সুন্দরবনের শরণখোলা রেঞ্জের দুবলার চরে প্রথম আঘাত হানে ঘূর্ণিঝড় বুলবুল। বর্তমানে এটি কিছুটা দুর্বল হয়ে বাংলাদেশের উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
গত রাত ৯টায় ঘণ্টায় ১১৫ কিলোমিটার হতে ১২৫ কিলোমিটার বাতাসের গতি নিয়ে পশ্চিমবঙ্গের সাগর দ্বীপ উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ‘বুলবুল’। সেখানে দুই জনের মৃত্যু ঘটেছে। এই সময় এটি ঘণ্টায় ১৩ কিলোমিটার গতি নিয়ে এগোচ্ছিলো। তবে এরপর ধীরে ধীরে দুর্বল হতে থাকে ঘূর্ণিঝড় বুলবুল। শেষ খবর পাওয়া পর্যন্ত এই ঘূর্ণিঝড় বুলবুল বর্তমানে বাংলাদেশের উপর দিয়ে প্রভাহিত হচ্ছে। আরও দুর্বল হয়ে এটি আজ (রবিবার) ভোর নাগাদ বাংলাদেশ অতিক্রম করছে।
গতকাল ঘূর্ণিঝড় বুলবুলের আঘাতে পটুয়াখালীতে এক জনের মৃত্যু হয়েছে। ভোরে পটুয়াখালীতে আঘাতের কারণে ১০ বাড়ি চাপা পড়ে আহত হয়। তাদের হাসপাতালে নেওয়া হয়েছে। তিন বা চার ফিটের মতো জলোচ্ছ্বাস হয়েছে বলে সর্ব শেষ সংবাদে জানা গেছে। উল্লেখযোগ তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে আশা করা হচ্ছে। তবে কি পরিমাণ ঘর বাড়ি বিধ্বস্ত হয়েছে সে বিষয়ে এখনও কোনো খবর পাওয়া যায়নি। দুর্গত এলাকায় সেনাবাহিনীসহ আইন প্রয়োগকারী সংস্থার লোকজন প্রস্তুত রয়েছে।
অপরদিকে ভোলাতে বেশ কিছু ক্ষয়ক্ষতি হয়েছে। সেখানে বেশ কিছু ঘর-বাড়ি বিধ্বস্ত হয়েছে এবং বহু গাছপালা ভেঙ্গে পড়েছে। সেখানে দুই জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।