The Dhaka Times
তরুণ প্রজন্মকে এগিয়ে রাখার প্রত্যয়ে, বাংলাদেশের সবচেয়ে বড় সামাজিক ম্যাগাজিন।

redporn sex videos porn movies black cock girl in blue bikini blowjobs in pov and wanks off.

দিল্লির আগ্রার নাম এবার বদলে যাচ্ছে

ইতিমধ্যেই অম্বেদকর বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগকে এই নামের ঐতিহাসিক গুরুত্ব বিবেচনার জন্য অনুরোধও করা হয়েছে

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ দিল্লির তাজ মহলের কারণে আগ্রার নামটিও অধিক পরিচিত। বিশ্বের সবার জানা আছে এই আগ্রার কথা। তবে এবার নতুন খবর হলো দিল্লির আগ্রার নাম এবার বদলে যাচ্ছে।

দিল্লির আগ্রার নাম এবার বদলে যাচ্ছে 1

সংবাদ মাধ্যমের খবরে জানা গেছে, ভারতের এলাহাবাদ ও ফৈজাবাদের পর এবার বদলে যাচ্ছে আগ্রার নামও। ভারতের উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সরকার এই সিদ্ধান্ত গ্রহণ করেছেন। যোগী সরকারের পরিকল্পনা মতে, আগ্রার নতুন নাম দেওয়া হতে পারে অগ্রবন। এই বিষয়ে সিদ্ধান্তটি চূড়ান্ত করার জন্য অম্বেদকর বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞদের দ্বারস্থ হয়েছে রাজ্য সরকার।

সেখানকার প্রশাসনিক সূত্র জানিয়েছে, ইতিমধ্যেই অম্বেদকর বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগকে এই নামের ঐতিহাসিক গুরুত্ব বিবেচনার জন্য অনুরোধও করা হয়েছে। অম্বেদকর বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক সুগম আনন্দ বলেছেন যে, ‘আমাদের কাছে এই বিষয়ে জানতে চাওয়া হয়েছে আগ্রার নামকরণের ইতিহাস সম্পর্কে। আমরা সেই ব্যাপারে ইতিমধ্যেই কাজও শুরু করেছি। খুব শীঘ্রই এই বিষয়ে রিপোর্টও পেশ করবো আমরা।’

ক্ষমতায় আসার পর বিভিন্ন জায়গার নাম পরিবর্তন করেছে যোগী আদিত্যনাথের সরকার। মুঘলসরাই রেল স্টেশনের নাম পরিবর্তন করে করা হয়েছে দীনদয়াল উপাধ্যায় স্টেশন। অপরদিকে এলাহাবাদের নাম হয়েছে প্রয়াগরাজ। ফৈজাবাদ জেলার নাম করা হয়েছে অযোধ্যা। এবার পালা হলো আগ্রার। তবে কেনো হঠাৎ করে এই প্রাচীন শহরের নাম পরিবর্তনের প্রস্তাব করা হলো? এই বিষয়ে যোগী সরকারেরই একাংশ বলেছে, এলাকার অনেকেরই বিশ্বাস, অতীতে এই শহরের প্রকৃত নাম ছিল অগ্রবন। যোগী সরকার চায়, সেই নামেই এই শহরকে আবারও ডাকা হোক। সে কারণেই ইতিহাসবিদদের শরণাপন্ন হয়েছেন তারা। তারা জানতে চাইছেন, কবে, কোন অবস্থায় অগ্রবনের নাম আগ্রা হয়।

কোলকাতার খ্যাতিমান পত্রিকা আনন্দবাজার পত্রিকার এক খবরে বলা হয়, যোগী সরকার ‘অগ্রবন’ নামটির পক্ষে হলেও আগ্রার বহু বাসিন্দা অবশ্য মনে করেন প্রকৃতপক্ষে আগ্রার প্রাচীন নাম ছিল ‘আকবরবাদ।’ আকবরের আমলে এই শহরটি এই নামেই পরিচিত ছিল বলে মনে করেন অনেকেই। তবে অগ্রবন হোক কিংবা আকবরবাদই হোক, আগ্রার ট্যুরিস্ট গাইডরা নাম পরিবর্তনের বিষয়টিতে মোটেও খুশি নন। তারা বলেছেন যে, গোটা পৃথিবীই তাজমহলের কারণে এই শহরকে ‘আগ্রা’ নামেই চিনে থাকেন। রাতারাতি নাম বদলে ব্যবসায়ে ক্ষতি হতে পারে বলে আশঙ্কা করছেন তারা।

তুমি এটাও পছন্দ করতে পারো
Loading...
sex không che
mms desi
wwwxxx
bn_BDBengali