দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথের নাতি প্রিন্স হ্যারি এবং তার স্ত্রী মেগান মার্কেল ‘সিনিয়র রয়্যাল’ উপাধি গ্রহণ করবেন না বরং তারা স্বাবলম্বী হয়ে বেঁচে থাকতে চান বলে ঘোষণা দিয়েছেন। তবে হ্যারি ও মেগানের পদ ছাড়ার এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন ব্রিটেনের রানি।
বুধবার এক বিবৃতিতে প্রিন্স হ্যারি ও মেগান বলেছিলেন যে, তারা যুক্তরাজ্য ও উত্তর আমেরিকার মধ্যে তাদের সময় বিভক্ত করার পরিকল্পনা করছেন। অর্থাৎ তারা যুক্তরাজ্যে আর থাকতেই চাচ্ছেন না।
হ্যারি ও মেগান বুধবার রাতে তাদের রাজকীয় ক্যারিয়ারের ‘পারমাণবিক বোতামটি চাপলেন’ এই ঘোষণা দিয়ে যে তারা তাদের আগামীদিনের ভূমিকা আর পালন করতে পারছেন না।
এই বিবৃতি দেওয়ার আগে রানি কিংবা প্রিন্স উইলিয়ামসহ রাজ পরিবারের কারও পরামর্শ নেওয়া হয়নি এবং এই ঘটনায় বাকিংহাম প্যালেসও হতাশ।
বুধবার তাদের এই অপ্রত্যাশিত বিবৃতি, তাদের ইনস্টাগ্রাম পেজেও এই দম্পতি বলেন যে, তারা অনেক আলোচনার পরই এই সিদ্ধান্ত গ্রহণ করেছেন।
তারা বিবৃতিতে বলেন যে, আমরা রয়্যাল ফ্যামিলির সিনিয়র সদস্য হিসেবে পদত্যাগ করার ও মহামান্য রানিকে সমর্থন অব্যাহত রেখে আর্থিকভাবে স্বতন্ত্র হওয়ার জন্য কাজ করার পরিকল্পনা গ্রহণ করেছি।
উল্লেখ্য যে, ২০১৮ সালের ১৯ মে তারিখে বিয়ের পিঁড়িতে বসেন ব্রিটিশ রানি দ্বিতীয় এলিজাবেথের নাতি প্রিন্স হ্যারি এবং মার্কিন টিভি সিরিয়াল ‘স্যুইটস’ এর অভিনেত্রী মেগান মার্কেল। ৩৩ বছর বয়সী প্রিন্স হ্যারির চেয়েও তিন বছরের বড় মেগান মার্কেল।