দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ যদি সত্যিই ঘুরতে চান তাহলে ইতিহাসের একটি অংশ ময়মনসিংহের শিল্পাচার্য জয়নুল আবেদীন সংগ্রহশালা ঘুরে আসুন। এখানে মহিয়সী এই শিল্পীর অনেক কিছুই স্বচোক্ষে দেখতে পাবেন।
শিল্পাচার্য জয়নুল আবেদীনের জন্মস্থান ময়মনসিংহ জেলা শহরের সাহেব কোয়ার্টার এলাকাতে। সেখানকার ব্রহ্মপুত্র নদের তীরে তাঁর কালজয়ী চিত্রকর্ম ও ব্যবহার্য নানান রকম জিনিস নিয়ে শিল্পাচার্য জয়নুল আবেদীন সংগ্রহশালা গড়ে তোলা হয়েছে।
১৯৭৫ সালের ১৫ এপ্রিল শিল্পাচার্য জয়নুল আবেদীন জেলা প্রশাসনের সহায়তায় নিজের ৭০টি চিত্রকর্ম নিয়ে তৎকালীন উপ-রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলামের মাধ্যমে এই সংগ্রহশালার উদ্বোধন করেছিলেন। পরবর্তীতে ১৯৮৭ সালে শিল্পাচার্য জয়নুল আবেদীন সংগ্রহশালাটি একটি দ্বিতল ভবনের রূপ দেওয়া হয়।
এছাড়াও শিল্পাচার্য জয়নুল আবেদীন সংগ্রহশালা এলাকায় ব্রহ্মপুত্র নদকে ঘিরে বাঁধ দিয়ে সেখানে শিল্পাচার্য জয়নুল উদ্যানও গড়ে তোলা হয়েছে। প্রতিদিন সকাল-সন্ধ্যা অসংখ্য দর্শনার্থী শিল্পাচার্য জয়নুল আবেদিন সংগ্রহশালা ও উদ্যান পরিদর্শনে আসেন। বর্তমানে শিল্পাচার্য জয়নুল আবেদিন সংগ্রহশালা বাংলাদেশ জাতীয় জাদুঘর কর্তৃক পরিচালিত হয়ে আসছে।
সময়সূচী ও টিকেট মূল্য
১২ বছর বয়স পর্যন্ত শিশুদের প্রবেশ মূল্য জনপ্রতি ১০ টাকা, দেশের সাধারণ নাগরিকদের জন্য জনপ্রতি প্রবশে মূল্য ২০ টাকা, সার্কভুক্ত দেশের নাগরিকদের জন্য প্রবেশ ফি ৩০০ টাকা ও অন্য সকল দেশের বিদেশী নাগরিকদের জন্য প্রবেশ টিকেটের মূল্য ধরা হয়েছে ৫০০ টাকা।
এপ্রিল হতে সেপ্টেম্বর মাস পর্যন্ত শনিবার হতে বুধবার প্রতিদিন সকাল সাড়ে ১০টা হতে বিকাল ৫টা ৩০ মিনিট পর্যন্ত সংগ্রহশালাটি খোলা থাকে। অপরদিকে অক্টোবর হতে মার্চ মাস পর্যন্ত শনিবার হতে বুধবার প্রতিদিন সকাল ১০টা থেকে বিকাল ৪টা ৩০ মিনিট পর্যন্ত শিল্পাচার্য জয়নুল আবেদিন জাদুঘর পরিদর্শন করা যাবে। এছাড়াও সপ্তাহের প্রতি শুক্রবার দুপুর ৩টা হতে সন্ধ্যা ৮ পর্যন্ত সংগ্রহশালায় প্রবেশ করা যায়। সপ্তাহের প্রতি বৃহস্পতিবার শিল্পাচার্য জয়নুল আবেদিন সংগ্রহশালা সকলের জন্য বন্ধ রাখা হয়েছে।
যাবেন কিভাবে
ঢাকা হতে ময়মনসিংহ যেতে হলে প্রায় ৩ ঘণ্টার মতো সময় লাগে। রাজধানীর মহাখালী বাস টার্মিনাল হতে এনা পরিবহন, নিরাপদ পরিবহন, সৌখিন সহ আরও বেশকিছু বাস সার্ভিস ঢাকা টু ময়মনসিংহ রুটে চলাচল করে। এছাড়াও ঢাকা হতে প্রতিদিন ৭টি আন্তনগর ও মেইল ট্রেন ময়মনসিংহের উদ্দেশ্যে ছেড়ে যায়, এইসব ট্রেনে যেতে হলে কমলাপুর অথবা এয়ারপোর্ট স্টেশনে যেতে হবে।
ময়মনসিংহ রেলওয়ে স্টেশন বা বাস টার্মিনাল হতে রিকশা, সিএনজি বা ইজিবাইক যোগে শিল্পাচার্য জয়নুল আবেদীন সংগ্রহশালায় আপনি যেতে পারবেন।
থাকবেন কোথায়
ঢাকা এবং আশেপাশের জেলা হতে ময়মনসিংহ গেলে দিনে গিয়ে দিনেই আবার ফিরে আসার সুযোগ রয়েছে। তবে প্রয়োজনে রাতে থাকতে চাইলে ময়মনসিংহ শহরে অবস্থিত হোটেল আমির ইন্টারন্যাশনাল, হোটেল মোস্তাফিজ, হোটেল আল হেরা, সিলভার ক্যাসেল, হোটেল আসাদ, রিভার প্যালেস, ঈশা খাঁ ও হোটেল নিরালায় রাত্রী যাপন করতে পারেন।
খাবেন কোথায়
ময়মনসিংহে উন্নত মানের খাবার হোটেলের মধ্যে রয়েছে সারিন্দা, হোটেল খন্দকার, সেভেন ইলেবেন, ধান সিড়ি, হোটেল মিনার, রোম থ্রি ও ময়মনসিংহ প্রেসক্লাব কেন্টিন ইত্যাদি। এছাড়াও সময় সুযোগ থাকলে ময়মনসিংহের ঐতিহ্যবাহী মালাইকারী, গুড়ের সন্দেশ, মুক্তাগাছার মন্ডা ও কৃষি বিশ্ববিদ্যালয়ের খাঁটি দই আপনি খেয়ে দেখতে পারেন।
ময়মনসিংহের অন্যান্য দর্শনীয় স্থানসমূহ
শিল্পাচার্য জয়নুল আবেদীন সংগ্রহশালা এবং পার্ক ছাড়াও হাতে পর্যাপ্ত সময় থাকলে ময়মনসিংহ শহরে অবস্থিত শশী লজ, আলেকজান্ডার ক্যাসেল, ময়না দ্বীপ, ময়মনসিংহ জাদুঘর এবং বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ও ঘুরে দেখতে পারেন ইচ্ছে করলে।
তথ্যসূত্র: https://vromonguide.com