The Dhaka Times
তরুণ প্রজন্মকে এগিয়ে রাখার প্রত্যয়ে, বাংলাদেশের সবচেয়ে বড় সামাজিক ম্যাগাজিন।

২৭ মার্চ চলচ্চিত্র ‘নীল মুকুট’ মুক্তি পাচ্ছে

‘নীল মুকুট’-এর পোস্টার প্রকাশের পর হতেই ব্যাপকভাবে সমাদৃত হয়েছে

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ আগামী ২৭ মার্চ মুক্তি পেতে চলেছে নির্মাতা কামার আহমাদ সাইমনের নতুন চলচ্চিত্র ‘নীল মুকুট’। সিনেমাটি মুক্তির কথা নিশ্চিত করেছেন নির্মাতা নিজেই। ইতিপূর্বে ‘নীল মুকুট’-এর মুক্তির তারিখ ঘোষণা করে সোশাল মিডিয়ায় নির্মাতা কামার লিখেছেন, ‘প্রত্যেকবার ছবি মুক্তির আগেই একটা শিরশিরে অনুভূতি হয়, মনে হয় এই প্রথম পিতা হলাম!’

২৭ মার্চ চলচ্চিত্র ‘নীল মুকুট’ মুক্তি পাচ্ছে 1

আগামী ২৭ মার্চ মুক্তি পেতে চলেছে নির্মাতা কামার আহমাদ সাইমনের নতুন চলচ্চিত্র ‘নীল মুকুট’। সিনেমাটি মুক্তির কথা নিশ্চিত করেছেন নির্মাতা নিজেই। ইতিপূর্বে ‘নীল মুকুট’-এর মুক্তির তারিখ ঘোষণা করে সোশাল মিডিয়ায় নির্মাতা কামার লিখেছেন, ‘প্রত্যেকবার ছবি মুক্তির আগেই একটা শিরশিরে অনুভূতি হয়, মনে হয় এই প্রথম পিতা হলাম!’

গত সপ্তাহে সামাজিক যোগাযোগ মাধ্যমে ‘নীল মুকুট’-এর পোস্টার প্রকাশের পর হতেই ব্যাপকভাবে সমাদৃত হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্টার দেখে একজন মন্তব্য করেন, ‘বাংলা সিনেমার পোস্টার এতো সুন্দর ও গভীর হবে, এটাই চাওয়াে ছিলো সব সময়।’

ইতিমধ্যেই উৎসবের পূর্বে দেশে ‘নীল মুকুট’ মুক্তি দেওয়ার ঘোষণা দিয়ে চমকে দেখিয়েছেন কামার আহমাদ। সেই সময় কামারের ভাষ্য ছিলো, ‘উৎসবে না দেওয়া নিয়ে আমার মধ্যে দুটো ভাবনা কাজ করেছে। উৎসব আমার কাছে খুবই প্রিয় কিন্তু উৎসবের জন্যেই আমি ছবি বানাই না। আরেকটা বিষয় হলো, উৎসব নিয়ে আমাদের অতি-উদযাপন যে দৈন্যটা তৈরি করছে সেটাও বন্ধ হওয়া প্রয়োজন।’

উল্লেখ্য, মুম্বাইয়ে ‘স্বর্ণশঙ্খ’ ও প্যারিসে ‘গ্রাঁপ্রি’ বিজয়ী ‘শুনতে কি পাও!’-এর নির্মাতা কামার আহমাদের ভাষায় ‘নীল মুকুট’ তার অপরিকল্পিত ছবি। এ পর্যন্ত ছবির বিষয় নিয়ে কোথাও মুখ খোলেননি এই নির্মাতা। ইতিপূর্বে শুধু জানিয়েছিলেন, বিমানের ভেতর থেকে একটা কান্না শুনে এই ছবির আইডিয়া তার মাথায় এসেছিলো। ‘নীল মুকুট’-এর পরিবেশনার সঙ্গে সংযুক্ত রয়েছে কোয়াইট অন সেট প্রোডাকশন।

তুমি এটাও পছন্দ করতে পারো
Loading...