The Dhaka Times
তরুণ প্রজন্মকে এগিয়ে রাখার প্রত্যয়ে, বাংলাদেশের সবচেয়ে বড় সামাজিক ম্যাগাজিন।

মাহি ও স্পর্শিয়াকে নিয়ে ঈদে শাকিবের নতুন সিনেমা

মাহিয়া মাহি এবং অর্চিতা স্পর্শিয়া দুজনেই বিষয়টি নিশ্চিতও করেছেন

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ঢাকাই চলচ্চিত্রের কিং খান হিসেবে পরিচিত শাকিব খান ‘নবাব’ নামে একটি ছবিতে অভিনয় করে ব্যাপক প্রশংসা পান ২০১৭ সালে। এবার আসছে চলেছে তার ‘নবাব এলএলবি’ নামে আরেকটি সিনেমা। এটি নির্মিত হচ্ছে ঈদুল ফিতর উপলক্ষে।

মাহি ও স্পর্শিয়াকে নিয়ে ঈদে শাকিবের নতুন সিনেমা 1

শাকিব খানের বিষয়ে এমন তথ্যই জানালেন চলচ্চিত্রটির পরিচালক অনন্য মামুন। সম্প্রতি তিনি নতুন এই ছবির ঘোষণা দিয়েছেন। সিনেমাটিতে শাকিবের বিপরীত দেখা যাবে চিত্রনায়িকা মাহিয়া মাহি এবং অর্চিতা স্পর্শিয়াকে।

মাহিয়া মাহি এবং অর্চিতা স্পর্শিয়া দুজনেই বিষয়টি নিশ্চিতও করেছেন। এই বিষয়ে মাহি বলেন, ‘আনুষ্ঠানিক চুক্তি এখনও হয়নি। তবে ছবিটি নিয়ে আমার সঙ্গে পরিচালকের কথা হয়েছে। ছবিটির গল্প শুনে ভালো লেগেছে আমার।’

অপরদিকে স্পর্শিয়াও জানিয়েছেন, ‘সিনেমাটি নিয়ে আমার সঙ্গে প্রাথমিক কথা-বার্তা চূড়ান্ত হয়েছে। তবে আনুষ্ঠানিকভাবে এখনও চুক্তিবদ্ধ হইনি। শাকিব খানের সঙ্গে প্রথম সিনেমা করতে চলেছি। একটা বড় ফ্রেমের সুন্দর কাজ হবে বলেই আমি আশা করছি।’

শাকিব খান বলেন, ‘অনন্য মামুন সময়ের সঙ্গে তাল মিলিয়ে সিনেমা বানান। খুব ভালো লাগে। তিনি আমাকে ছবির গল্পটা শুনিয়েছেন। আমার ভালো লেগেছে। মাহির সঙ্গে আগেও ব্যবসা সফল সিনেমা হয়েছে আমার। আবারও ভালো কিছুর প্রত্যাশা করছি। স্পর্শিয়ার সঙ্গেও কাজের অভিজ্ঞতা ভালো হবে বলেই আশা করছি।’

অনন্য মামুন জানিয়েছেন, ‘নবাব এলএলবি’ শুটিং শুরু হচ্ছে ঢাকায় আগামী ২৮ মার্চ হতে। পরিচালক নিজেই সিনেমাটির চিত্রনাট্য ও কাহিনী লিখেছেন।

এদিকে শাপলা মিডিয়ার ব্যানারে শাকিব অভিনীত ‘বিদ্রোহী’ নামে একটি সিনেমা ঈদুল ফিতরে মুক্তি পাবে বলেও ঘোষণা এসেছে।

একই ঈদে মাহিয়া মাহির ‘মন দেবো মন নেবো’ নামে আরেকটি ছবিও মুক্তির মিছিলে রয়েছে। তাছাড়াও তিনি ব্যস্ত রয়েছেন ‘স্বপ্নবাজি’সহ বেশ কিছু সিনেমা নিয়ে। অপরদিকে স্পর্শিয়া অভিনীত ‘কাঠবিড়ালী’ ছবিটি সম্প্রতি মুক্তি পেয়ে প্রশংসাও পেয়েছে।

তুমি এটাও পছন্দ করতে পারো
Loading...