The Dhaka Times
তরুণ প্রজন্মকে এগিয়ে রাখার প্রত্যয়ে, বাংলাদেশের সবচেয়ে বড় সামাজিক ম্যাগাজিন।

এক দিনেই বদলে গেছে এক শ্রমিকের ভাগ্য!

যাকে বলে রাতারাতি বড়লোক হয়ে যাওয়া। ঘটনাটি ঘটেছে ভারতের মধ্যপ্রদেশে

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ কপালে যা থাকে তা কেও ঠেকাতে পারে না। তেমনই একটি অবিস্মরণীয় ঘটনা ঘটলো এক শ্রমিকের। এক দিনেই বদলে গেলো এক শ্রমিকের ভাগ্য! কিন্তু কীভাবে?

এক দিনেই বদলে গেছে এক শ্রমিকের ভাগ্য! 1

যাকে বলে রাতারাতি বড়লোক হয়ে যাওয়া। ঘটনাটি ঘটেছে ভারতের মধ্যপ্রদেশে। সেখানকার এক শ্রমিক পান্না জেলার হিরা খনি অঞ্চলে ৩টি মূল্যবান রত্ন পেয়েছেন। ওই হিরা খুঁজে পাওয়া শ্রমিকের নাম হলো সুবল।

ভারতের সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে যে, ৩টি হিরার মোট ওজন ৭.৫ ক্যারেট, যার মূল্য ৩০ হতে ৩৫ লাখ টাকা পর্যন্ত হতে পারে।

পান্না জেলার হিরা অফিসার আর কে পান্ডে জানিয়েছেন, নিয়ম অনুযায়ী হিরাগুলো বিক্রি করে যে অর্থ পাওয়া যাবে, তার ১২ শতাংশই রাজকর হিসেবে কেটে নিয়ে বাকিটা সুবলের হাতে তুলে দেওয়া হবে। ইতিমধ্যেই হিরাগুলো সরকারের কাছে জামাও দিয়েছেন সুবল। এবার সেই হিরাগুলো নিলাম করা হবে।

গত মাসের শেষের দিকেই পান্না জেলায় এক ব্যক্তি তার দুই সহযোগীর সঙ্গে মিলে একটি হিরা খুঁজে পেয়েছিলেন, যার ওজন ছিল ১০.৬৯ ক্যারেট। ওই হিরার বাজার মূল্য ছিলো প্রায় ৫০ লাখ টাকা। তারপর আবার খবরে উঠে এসেছে পান্না। এবার এক সঙ্গে ৩টি হিরার খোঁজ পেলেন ওই শ্রমিক।

করোনা ভাইরাস প্রতিরোধে করণীয়

# সব সময় ঘরে থাকি।
# জরুরি প্রয়োজনে বাইরে বের হলে নিয়মগুলো মানি, মাস্ক ব্যবহার করি।
# তিন লেয়ারের সার্জিক্যাল মাস্ক ইচ্ছে করলে ধুয়েও ব্যবহার করতে পারি।
# বাইরে থেকে ঘরে ফেরার পর পোশাক ধুয়ে ফেলি। কিংবা না ঝেড়ে ঝুলিয়ে রাখি অন্তত চার ঘণ্টা।
# বাইরে থেকে এসেই আগে ভালো করে (অন্তত ২০ সেকেণ্ড ধরে) হাত সাবান বা লিকুইড দিয়ে ধুয়ে ফেলি।
# প্লাস্টিকের তৈরি পিপিই বা চোখ মুখ, মাথা একবার ব্যবহারের পর

অবশ্যই ডিটারজেন্ট দিয়ে ভালো করে ধুয়ে শুকিয়ে ব্যবহার করা যেতে পারে।
# কাপড়ের তৈরি পিপিই বা বর্ণিত নিয়মে পরিষ্কার করে পরি।
# চুল সম্পূর্ণ ঢাকে এমন মাথার ক্যাপ ব্যবহার করি।
# হাঁচি কাশি যাদের রয়েছে সরকার হতে প্রচারিত সব নিয়ম মেনে চলি। এছাড়াও খাওয়ার জিনিস, তালা চাবি, সুইচ ধরা, মাউস, রিমোট কন্ট্রোল, মোবাই, ঘড়ি, কম্পিউটার ডেক্স, টিভি ইত্যাদি ধরা ও বাথরুম ব্যবহারের আগে ও পরে নির্দেশিত মতে হাত ধুয়ে নিন। যাদের হাত শুকনো থাকে তারা হাত ধোয়ার পর Moisture ব্যবহার করি। সাবান বা হ্যান্ড লিকুইড ব্যবহার করা যেতে পারে। কেনোনা শুকনো হাতের Crackle (ফাটা অংশ) এর ফাঁকে এই ভাইরাসটি থেকে যেতে পারে। অতি ক্ষারযুক্ত সাবান বা ডিটারজেন্ট ব্যবহার থেকে বিরত থাকাই ভালো।

Loading...