দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ আগের থেকে অনেকটা ভালো আছেন ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়। চিকিৎসায় কিছুটা সাড়াও দিচ্ছেন তিনি। টুইটবার্তায় এমনটিই জানিয়েছেন তাঁর ছেলে অভিজিৎ মুখোপাধ্যায়।
১৬ আগস্ট এক টুইটার পোস্টে অভিজিৎ মুখোপাধ্যায় জানিয়েছেন, বর্তমানে তাঁর বাবার গুরুত্বপূর্ণ প্যারামিটারগুলি স্থিতিশীল রয়েছে এবং তিনি চিকিৎসায় সাড়াও দিচ্ছেন। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছেন যে, প্রণব এখনও ভেন্টিলেটর সাপোর্টেই রয়েছেন।
অবশ্য গতকাল (রবিবার) আর্মি হাসপাতালের তরফ হতে প্রকাশিত মেডিক্যাল বুলেটিনে জানানো হয়, প্রণব মুখোপাধ্যায়ের অবস্থা অপরিবর্তিত রয়েছে। তিনি এখনও ভেন্টিলেটর সাপোর্টে রয়েছেন। হাসপাতালের তরফ হতে আরও জানানো হয়, ‘তার ভাইটাল ও ক্লিনিক্যাল প্যারামিটারগুলিও স্থিতিশীল রয়েছে। বিশেষজ্ঞ চিকিৎসকরা প্রতিনিয়ত তাঁকে পর্যবেক্ষণে রেখেছেন।’
উল্লেখ্য, গত ১০ আগস্ট পড়ে গিয়ে মাথায় আঘাত পান প্রণব মুখোপাধ্যায়। তাকে নিয়ে যাওয়া হয় দিল্লির আর্মি হাসপাতালে। মস্তিষ্কে রক্ত জমাট বেঁধে যাওয়ায় জরুরি ভিত্তিতে তাঁর অস্ত্রোপচার করেন চিকিৎসকরা। সেই সঙ্গে তাঁর করোনা পরীক্ষা করা হয়। তাতে রিপোর্ট আসে পজিটিভ। অস্ত্রোপচারের পর হতেই নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন ভারতের এই সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়।
করোনা ভাইরাস প্রতিরোধে করণীয়
# সব সময় ঘরে থাকি।
# জরুরি প্রয়োজনে বাইরে বের হলে নিয়মগুলো মানি, মাস্ক ব্যবহার করি।
# তিন লেয়ারের সার্জিক্যাল মাস্ক ইচ্ছে করলে ধুয়েও ব্যবহার করতে পারি।
# বাইরে থেকে ঘরে ফেরার পর পোশাক ধুয়ে ফেলি। কিংবা না ঝেড়ে ঝুলিয়ে রাখি অন্তত চার ঘণ্টা।
# বাইরে থেকে এসেই আগে ভালো করে (অন্তত ২০ সেকেণ্ড ধরে) হাত সাবান বা লিকুইড দিয়ে ধুয়ে ফেলি।
# প্লাস্টিকের তৈরি পিপিই বা চোখ মুখ, মাথা একবার ব্যবহারের পর
অবশ্যই ডিটারজেন্ট দিয়ে ভালো করে ধুয়ে শুকিয়ে ব্যবহার করা যেতে পারে।
# কাপড়ের তৈরি পিপিই বা বর্ণিত নিয়মে পরিষ্কার করে পরি।
# চুল সম্পূর্ণ ঢাকে এমন মাথার ক্যাপ ব্যবহার করি।
# হাঁচি কাশি যাদের রয়েছে সরকার হতে প্রচারিত সব নিয়ম মেনে চলি। এছাড়াও খাওয়ার জিনিস, তালা চাবি, সুইচ ধরা, মাউস, রিমোট কন্ট্রোল, মোবাই, ঘড়ি, কম্পিউটার ডেক্স, টিভি ইত্যাদি ধরা ও বাথরুম ব্যবহারের আগে ও পরে নির্দেশিত মতে হাত ধুয়ে নিন। যাদের হাত শুকনো থাকে তারা হাত ধোয়ার পর Moisture ব্যবহার করি। সাবান বা হ্যান্ড লিকুইড ব্যবহার করা যেতে পারে। কেনোনা শুকনো হাতের Crackle (ফাটা অংশ) এর ফাঁকে এই ভাইরাসটি থেকে যেতে পারে। অতি ক্ষারযুক্ত সাবান বা ডিটারজেন্ট ব্যবহার থেকে বিরত থাকাই ভালো।