The Dhaka Times
তরুণ প্রজন্মকে এগিয়ে রাখার প্রত্যয়ে, বাংলাদেশের সবচেয়ে বড় সামাজিক ম্যাগাজিন।

‘টুঙ্গীপাড়ার মিয়া ভাই’ এর শুটিং শুরু হচ্ছে

স্টোরি স্পেলস প্রোডাকশনের ব্যানারে ‘টুঙ্গীপাড়ার মিয়া ভাই’ নির্মিত হচ্ছে

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ‘টুঙ্গীপাড়ার মিয়া ভাই’ নামে ওই চলচ্চিত্রটি পরিচালনা করছেন শাপলা মিডিয়ার কর্ণধার সেলিম খান। ছবির কাস্টিং ডিরেক্টর শামীম আহমেদ রনি ঠাণ্ডা-জ্বরে আক্রান্ত হওয়ায় ২ সেপ্টেম্বর শুটিং বন্ধ করা হয়। করোনা আতঙ্কেই শুটিং বন্ধ করা হয়েছিল।

‘টুঙ্গীপাড়ার মিয়া ভাই’ এর শুটিং শুরু হচ্ছে 1

করোনা পরীক্ষার ফল নেগেটিভ আসার পর আবারও শুটিং শুরু হচ্ছে বলে জানিয়েছেন চলচ্চিত্রটির নির্মাতা।

এই বিষয়ে সংবাদ মাধ্যমকে সেলিম খান বলেন, ‘একটি ছবির ইউনিটে অন্তত পক্ষে শতাধিক মানুষ কাজ করেন। এদের কেও করোনায় আক্রান্ত হলে অন্যদেরও আশঙ্কা থেকে যায়। যে কারণে শুটিং বন্ধ করা হয়। আলহামদুলিল্লাহ, শামীম আহমেদ রনির করোনা পরীক্ষার ফল নেগেটিভ এসেছে। যে কারণে আবারও শুটিং শুরুর সিদ্ধান্ত গ্রহণ করেছি।’

স্টোরি স্পেলস প্রোডাকশনের ব্যানারে ‘টুঙ্গীপাড়ার মিয়া ভাই’ নির্মিত হচ্ছে। ছবিটি প্রযোজনা করছেন সেলিম খানের মেয়ে পিংকি খান। ছবিটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন শান্ত খান এবং দীঘি।

শামীম আহমেদ রনি পরিচালিত মুক্তিপ্রাপ্ত প্রথম চলচ্চিত্র হলো ‘রানা পাগল : দ্য মেন্টাল’। ছবিটি মুক্তি পায় ২০১৬ সালে। রনি পরিচালিত সিনেমাগুলোর অন্যতম হলো ‘বসগিরি’, ‘ধ্যাততেরিকি’, ‘রংবাজ’ ও ‘শাহেনশাহ’।

করোনা ভাইরাস প্রতিরোধে করণীয়

# সব সময় ঘরে থাকি।
# জরুরি প্রয়োজনে বাইরে বের হলে নিয়মগুলো মানি, মাস্ক ব্যবহার করি।
# তিন লেয়ারের সার্জিক্যাল মাস্ক ইচ্ছে করলে ধুয়েও ব্যবহার করতে পারি।
# বাইরে থেকে ঘরে ফেরার পর পোশাক ধুয়ে ফেলি। কিংবা না ঝেড়ে ঝুলিয়ে রাখি অন্তত চার ঘণ্টা।
# বাইরে থেকে এসেই আগে ভালো করে (অন্তত ২০ সেকেণ্ড ধরে) হাত সাবান বা লিকুইড দিয়ে ধুয়ে ফেলি।
# প্লাস্টিকের তৈরি পিপিই বা চোখ মুখ, মাথা একবার ব্যবহারের পর

অবশ্যই ডিটারজেন্ট দিয়ে ভালো করে ধুয়ে শুকিয়ে ব্যবহার করা যেতে পারে।
# কাপড়ের তৈরি পিপিই বা বর্ণিত নিয়মে পরিষ্কার করে পরি।
# চুল সম্পূর্ণ ঢাকে এমন মাথার ক্যাপ ব্যবহার করি।
# হাঁচি কাশি যাদের রয়েছে সরকার হতে প্রচারিত সব নিয়ম মেনে চলি। এছাড়াও খাওয়ার জিনিস, তালা চাবি, সুইচ ধরা, মাউস, রিমোট কন্ট্রোল, মোবাই, ঘড়ি, কম্পিউটার ডেক্স, টিভি ইত্যাদি ধরা ও বাথরুম ব্যবহারের আগে ও পরে নির্দেশিত মতে হাত ধুয়ে নিন। যাদের হাত শুকনো থাকে তারা হাত ধোয়ার পর Moisture ব্যবহার করি। সাবান বা হ্যান্ড লিকুইড ব্যবহার করা যেতে পারে। কেনোনা শুকনো হাতের Crackle (ফাটা অংশ) এর ফাঁকে এই ভাইরাসটি থেকে যেতে পারে। অতি ক্ষারযুক্ত সাবান বা ডিটারজেন্ট ব্যবহার থেকে বিরত থাকাই ভালো।

তুমি এটাও পছন্দ করতে পারো
Loading...