দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ আদালত শাস্তি দিলেও দোষী ব্যক্তিকেই দিয়ে থাকে। আদালতের কাছে সবাই যেমন সমান তেমনি আদালত মানবিকও। যার প্রমাণ হলো এবার। এক বৃদ্ধা উপরে যেতে পারছিলেন না তাই সিঁড়িতেই বসানো হলো আদালত।
আদালত শাস্তি দিলেও দোষী ব্যক্তিকেই দিয়ে থাকে। আদালতের কাছে সবাই যেমন সমান তেমনি আদালত মানবিকও। যার প্রমাণ হলো এবার। এক বৃদ্ধা উপরে যেতে পারছিলেন না তাই সিঁড়িতেই বসানো হলো আদালত।
আদালতের লম্বা সিঁড়ি বেয়ে উঠতে পারছিলেন না এক বৃদ্ধা। হতাশ হয়ে বসেছিলেন সিঁড়ির গোড়াতেই। পরে খবর পেয়ে ফাইলপত্র নিয়ে নিজেই নিচে নেমে অভিযোগ শুনে সুরাহা করে দিলেন একজন বিচারক।
এমন একটি মানবিক ঘটনা ঘটেছে ভারতের তেলেঙ্গানা রাজ্যের ভুপালপল্লির জেলা আদালতে। ইতিমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে এমন একটি ঘটনা।
আব্দুল হাশেম নামে ওই বিচারক তার কেরানির কাছে জানতে পারেন যে, বয়স্ক ভাতা পাচ্ছেন না বলে দুই বছর ধরে আদালতের দ্বারে দ্বারে ঘুরছেন এক বৃদ্ধা।
শুনানির দিন ঠিক হলেও, বয়স ও ক্লান্তির কারণে সিড়ি বেয়ে উঠতে পারছিলেন না ওই বৃদ্ধা। সব শুনে আবদুল হাশেম নিচে নেমে সিঁড়ির গোড়ায় বসেই আদালত বসিয়ে শুনানি সম্পন্ন করেন। দুই বছর ধরে ঝুলে থাকা বিষয়টিরও শেষ পর্যন্ত সুরাহা হয়।
করোনা ভাইরাস প্রতিরোধে করণীয়
# সব সময় ঘরে থাকি।
# জরুরি প্রয়োজনে বাইরে বের হলে নিয়মগুলো মানি, মাস্ক ব্যবহার করি।
# তিন লেয়ারের সার্জিক্যাল মাস্ক ইচ্ছে করলে ধুয়েও ব্যবহার করতে পারি।
# বাইরে থেকে ঘরে ফেরার পর পোশাক ধুয়ে ফেলি। কিংবা না ঝেড়ে ঝুলিয়ে রাখি অন্তত চার ঘণ্টা।
# বাইরে থেকে এসেই আগে ভালো করে (অন্তত ২০ সেকেণ্ড ধরে) হাত সাবান বা লিকুইড দিয়ে ধুয়ে ফেলি।
# প্লাস্টিকের তৈরি পিপিই বা চোখ মুখ, মাথা একবার ব্যবহারের পর
অবশ্যই ডিটারজেন্ট দিয়ে ভালো করে ধুয়ে শুকিয়ে ব্যবহার করা যেতে পারে।
# কাপড়ের তৈরি পিপিই বা বর্ণিত নিয়মে পরিষ্কার করে পরি।
# চুল সম্পূর্ণ ঢাকে এমন মাথার ক্যাপ ব্যবহার করি।
# হাঁচি কাশি যাদের রয়েছে সরকার হতে প্রচারিত সব নিয়ম মেনে চলি। এছাড়াও খাওয়ার জিনিস, তালা চাবি, সুইচ ধরা, মাউস, রিমোট কন্ট্রোল, মোবাই, ঘড়ি, কম্পিউটার ডেক্স, টিভি ইত্যাদি ধরা ও বাথরুম ব্যবহারের আগে ও পরে নির্দেশিত মতে হাত ধুয়ে নিন। যাদের হাত শুকনো থাকে তারা হাত ধোয়ার পর Moisture ব্যবহার করি। সাবান বা হ্যান্ড লিকুইড ব্যবহার করা যেতে পারে। কেনোনা শুকনো হাতের Crackle (ফাটা অংশ) এর ফাঁকে এই ভাইরাসটি থেকে যেতে পারে। অতি ক্ষারযুক্ত সাবান বা ডিটারজেন্ট ব্যবহার থেকে বিরত থাকাই ভালো।