The Dhaka Times
তরুণ প্রজন্মকে এগিয়ে রাখার প্রত্যয়ে, বাংলাদেশের সবচেয়ে বড় সামাজিক ম্যাগাজিন।

অস্ট্রেলিয়া নতুন বছরে জাতীয় সংগীতের পরিবর্তন আনলো

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ অস্ট্রেলিয়া এবার নতুন বছরে বড় সিদ্ধান্ত গ্রহণ করলো। বছরের শুরুর দিনই নতুন ধরনের জাতীয় সংগীত গাওয়ার সিদ্ধান্ত নেয় দেশটির সরকার।

অস্ট্রেলিয়া নতুন বছরে জাতীয় সংগীতের পরিবর্তন আনলো 1

গত বছরের শেষ দিনে এসে দেশটির প্রধানমন্ত্রী স্কট মরিসন জাতীয় সংগীতে পরিবর্তনের ঘোষণা দেন। গতকাল (শুক্রবার) ১ জানুয়ারী থেকে পরিবর্তিত জাতীয় সংগীত গেয়ে ২০২১ সাল শুরু করেন অস্ট্রেলিয়ার বাসিন্দারা।

বিবিসি জানিয়েছে, বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে দেশটির নতুন জাতীয় সংগীতে। অতীতকে তুলে ধরা হয়েছে এখন। সেই সঙ্গে যুক্ত করা হয়েছে আদিবাসীদের দীর্ঘ ইতিহাস। এখন থেকে অস্ট্রেলিয়াকে ‘নবীন ও মুক্ত’ উল্লেখ করা হবে না। বরং থাকবে অস্ট্রেলিয়া ‘এক ও মুক্ত’।

অস্ট্রেলিয়ার বিভিন্ন গণমাধ্যমের খবর হলো, দেশটির প্রধানমন্ত্রীর জাতীয় সংগীত পরিবর্তনের ঘোষণা আকস্মিক হলেও বিষয়টিকে সরকারের বিভিন্ন স্তরসহ জনগণও এতে স্বাগত জানিয়েছে।এতে করে দেশটির দীর্ঘ দেশীয় ইতিহাসের প্রতিফলন ঘটছে বলেও জনগণ খুশি ও উচ্ছ্বসিত।

দেশটির প্রধানমন্ত্রী মরিসন জাতীয় সংগীতের এই নতুন পরিবর্তন ঐক্যের চেতনা সৃষ্টি করবে বলে আশা প্রকাশ করেছেন।

করোনা ভাইরাস প্রতিরোধে করণীয়

# সব সময় ঘরে থাকি।
# জরুরি প্রয়োজনে বাইরে বের হলে নিয়মগুলো মানি, মাস্ক ব্যবহার করি।
# তিন লেয়ারের সার্জিক্যাল মাস্ক ইচ্ছে করলে ধুয়েও ব্যবহার করতে পারি।
# বাইরে থেকে ঘরে ফেরার পর পোশাক ধুয়ে ফেলি। কিংবা না ঝেড়ে ঝুলিয়ে রাখি অন্তত চার ঘণ্টা।
# বাইরে থেকে এসেই আগে ভালো করে (অন্তত ২০ সেকেণ্ড ধরে) হাত সাবান বা লিকুইড দিয়ে ধুয়ে ফেলি।
# প্লাস্টিকের তৈরি পিপিই বা চোখ মুখ, মাথা একবার ব্যবহারের পর

অবশ্যই ডিটারজেন্ট দিয়ে ভালো করে ধুয়ে শুকিয়ে ব্যবহার করা যেতে পারে।
# কাপড়ের তৈরি পিপিই বা বর্ণিত নিয়মে পরিষ্কার করে পরি।
# চুল সম্পূর্ণ ঢাকে এমন মাথার ক্যাপ ব্যবহার করি।
# হাঁচি কাশি যাদের রয়েছে সরকার হতে প্রচারিত সব নিয়ম মেনে চলি। এছাড়াও খাওয়ার জিনিস, তালা চাবি, সুইচ ধরা, মাউস, রিমোট কন্ট্রোল, মোবাই, ঘড়ি, কম্পিউটার ডেক্স, টিভি ইত্যাদি ধরা ও বাথরুম ব্যবহারের আগে ও পরে নির্দেশিত মতে হাত ধুয়ে নিন। যাদের হাত শুকনো থাকে তারা হাত ধোয়ার পর Moisture ব্যবহার করি। সাবান বা হ্যান্ড লিকুইড ব্যবহার করা যেতে পারে। কেনোনা শুকনো হাতের

Crackle (ফাটা অংশ) এর ফাঁকে এই ভাইরাসটি থেকে যেতে পারে। অতি ক্ষারযুক্ত সাবান বা ডিটারজেন্ট ব্যবহার থেকে বিরত থাকাই ভালো।

তুমি এটাও পছন্দ করতে পারো
Loading...