দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ গায়কের তকমা নেওয়ার জন্য মরিয়া হিরো আলম আবারও গান নিয়ে হাজির হয়েছেন। তবে এবার তিনি নিয়ে এলেন অনেকটা আধ্যাত্বিক গান- বাবা তোমার দরবারে সব পাগল এর খেলা।
সমালোচনাকে দূরে ঠেলে দিয়ে পুরো দস্তুর গায়ক হতে একের পর এক গান প্রকাশ করে যাচ্ছেন হিরো আলম। গানের জন্য বরাবরের মতোই সমালোচিত হলেও হিরো আলম সেসব সমালোচনাকে পাত্তা দিতে মোটেও রাজি নন। তার বক্তব্য হলো, শ্রোতারা ইচ্ছে হলে শুনবেন। তিনি তো আর এজন্য জোরাজুরি করছেন না। তিনি বিনোদন দিতে এসেছেন এটুকুই।
হিরো আলমের এই বিনোদন দেওয়ার প্রচেষ্টায় এবার যোগ হয়েছে আরও একটি গান। গানের শিরোনাম হলো ‘বাবা তোমার দরবারে’। গত ১ ফেব্রুয়ারি হিরো আলমের নিজস্ব ইউটিউব চ্যানেলে গানটি প্রকাশিত হয়। ইতিমধ্যেই এই গানটি আড়াই লক্ষ ভিউ পার হয়ে গেছে।
গানটি শোনার পর অনেকেই হিরো আলমের কাছে চীনা, জাপানি, আরবি, ইংরেজিসহ নানা ভাষার গান শুনতে আবদার করেছেন। অনেকেই তার গান শুনে নানা রকম মন্তব্য করেছেন। যেমন একজন লিখেছেন, ‘এগিয়ে যাও, বাঙালি!’ একজন লিখেছেন ‘আরও নতুন নতুন ভাষার গান শুনতে চাই!’
দেখুন গানটি
করোনা ভাইরাস প্রতিরোধে করণীয়
# সব সময় ঘরে থাকি।
# জরুরি প্রয়োজনে বাইরে বের হলে নিয়মগুলো মানি, মাস্ক ব্যবহার করি।
# তিন লেয়ারের সার্জিক্যাল মাস্ক ইচ্ছে করলে ধুয়েও ব্যবহার করতে পারি।
# বাইরে থেকে ঘরে ফেরার পর পোশাক ধুয়ে ফেলি। কিংবা না ঝেড়ে ঝুলিয়ে রাখি অন্তত চার ঘণ্টা।
# বাইরে থেকে এসেই আগে ভালো করে (অন্তত ২০ সেকেণ্ড ধরে) হাত সাবান বা লিকুইড দিয়ে ধুয়ে ফেলি।
# প্লাস্টিকের তৈরি পিপিই বা চোখ মুখ, মাথা একবার ব্যবহারের পর
অবশ্যই ডিটারজেন্ট দিয়ে ভালো করে ধুয়ে শুকিয়ে ব্যবহার করা যেতে পারে।
# কাপড়ের তৈরি পিপিই বা বর্ণিত নিয়মে পরিষ্কার করে পরি।
# চুল সম্পূর্ণ ঢাকে এমন মাথার ক্যাপ ব্যবহার করি।
# হাঁচি কাশি যাদের রয়েছে সরকার হতে প্রচারিত সব নিয়ম মেনে চলি। এছাড়াও খাওয়ার জিনিস, তালা চাবি, সুইচ ধরা, মাউস, রিমোট কন্ট্রোল, মোবাই, ঘড়ি, কম্পিউটার ডেক্স, টিভি ইত্যাদি ধরা ও বাথরুম ব্যবহারের আগে ও পরে নির্দেশিত মতে হাত ধুয়ে নিন। যাদের হাত শুকনো থাকে তারা হাত ধোয়ার পর Moisture ব্যবহার করি। সাবান বা হ্যান্ড লিকুইড ব্যবহার করা যেতে পারে। কেনোনা শুকনো হাতের Crackle (ফাটা অংশ) এর ফাঁকে এই ভাইরাসটি থেকে যেতে পারে। অতি ক্ষারযুক্ত সাবান বা ডিটারজেন্ট ব্যবহার থেকে বিরত থাকাই ভালো।