The Dhaka Times
তরুণ প্রজন্মকে এগিয়ে রাখার প্রত্যয়ে, বাংলাদেশের সবচেয়ে বড় সামাজিক ম্যাগাজিন।

হঠাৎ লাল পানিতে ডুবে গেলো পুরো গ্রাম!

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ইতিপূর্বে নদী লালপানিতে ডুবে যাওয়ার মতো ঘটনা আমরা দেখেছি। তবে এবার ইন্দোনেশিয়ায় হঠাৎ করে প্রবল বন্যায় লাল পানিতে পুরো একটি গ্রাম ডুবে যাওয়ার এক বিস্ময়কর ঘটনা ঘটেছে।

হঠাৎ লাল পানিতে ডুবে গেলো পুরো গ্রাম! 1

ইতিপূর্বে নদী লালপানিতে ডুবে যাওয়ার মতো ঘটনা আমরা দেখেছি। তবে এবার ইন্দোনেশিয়ায় হঠাৎ করে প্রবল বন্যায় লাল পানিতে পুরো একটি গ্রাম ডুবে যাওয়ার এক বিস্ময়কর ঘটনা ঘটেছে।

ইন্দোনেশিয়ার জাভা প্রদেশের পেকলঙ্গন নগরীর দক্ষিণে ডুবে যাওয়া ওই জেংগট গ্রামের ছবি ইতিমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে ছড়িয়ে পড়েছে।

বিভিন্ন সংবাদমাধ্যমের খবরে বলা হয়, স্থানীয় একটি বাটিক কারখানা বন্যার পানিতে সয়লাব হওয়ার পরই গ্রামের রাস্তাগুলো রক্ত-লাল পানিতে ডুবতে শুরু করে দেয়। কারখানার গাঢ় লাল রং পানিতে মিশে পুরো এলাকার পানি রক্তাভ রং ধারণ করায় মানুষের মধ্যে প্রথমে ভীতির সৃষ্টি হয়। পরে বিষয়টি অবগত হওয়ার পর সেই ভীতি কেটে যায়। জেংগট গ্রামটি ঐতিহ্যগতভাবেই বাটিক পোশাক এবং মোম উৎপাদনের জন্য বিখ্যাত।

সংবাদ মাধ্যমকে স্থানীয় এক অধিবাসী জানিয়েছেন, পেকলঙ্গনে হওয়া বন্যার পানি টেক্সটাইল কারখানায় ঢুকে পড়ায় সেখানকার লাল রং পানিতে মিশে সেটি গ্রামে ছড়িয়ে পড়েছে। এই লাল রং ধুয়ে যাওয়ার জন্য স্থানীয়রা আবার প্রবল বৃষ্টির জন্য অপেক্ষা করছেন।

উল্লেখ্য, বাটিক কারখানার রং পানিতে মেশার কারণে পেকলঙ্গনের নদ-নদীগুলোর পানির রঙও ইতিপূর্বে বহুবার বদলে যেতে দেখা যায়। গত মাসে আরেকটি গ্রামে বন্যার পানিতে সবুজ রং মিশে পুরো গ্রাম উজ্জ্বল সবুজ পানিতে ডুবে যায়!

করোনা ভাইরাস প্রতিরোধে করণীয়

# সব সময় ঘরে থাকি।
# জরুরি প্রয়োজনে বাইরে বের হলে নিয়মগুলো মানি, মাস্ক ব্যবহার করি।
# তিন লেয়ারের সার্জিক্যাল মাস্ক ইচ্ছে করলে ধুয়েও ব্যবহার করতে পারি।
# বাইরে থেকে ঘরে ফেরার পর পোশাক ধুয়ে ফেলি। কিংবা না ঝেড়ে ঝুলিয়ে রাখি অন্তত চার ঘণ্টা।
# বাইরে থেকে এসেই আগে ভালো করে (অন্তত ২০ সেকেণ্ড ধরে) হাত সাবান বা লিকুইড দিয়ে ধুয়ে ফেলি।
# প্লাস্টিকের তৈরি পিপিই বা চোখ মুখ, মাথা একবার ব্যবহারের পর

অবশ্যই ডিটারজেন্ট দিয়ে ভালো করে ধুয়ে শুকিয়ে ব্যবহার করা যেতে পারে।
# কাপড়ের তৈরি পিপিই বা বর্ণিত নিয়মে পরিষ্কার করে পরি।
# চুল সম্পূর্ণ ঢাকে এমন মাথার ক্যাপ ব্যবহার করি।
# হাঁচি কাশি যাদের রয়েছে সরকার হতে প্রচারিত সব নিয়ম মেনে চলি। এছাড়াও খাওয়ার জিনিস, তালা চাবি, সুইচ ধরা, মাউস, রিমোট কন্ট্রোল, মোবাই, ঘড়ি, কম্পিউটার ডেক্স, টিভি ইত্যাদি ধরা ও বাথরুম ব্যবহারের আগে ও পরে নির্দেশিত মতে হাত ধুয়ে নিন। যাদের হাত শুকনো থাকে তারা হাত ধোয়ার পর Moisture ব্যবহার করি। সাবান বা হ্যান্ড লিকুইড ব্যবহার করা যেতে পারে। কেনোনা শুকনো হাতের Crackle (ফাটা অংশ) এর ফাঁকে এই ভাইরাসটি থেকে যেতে পারে। অতি ক্ষারযুক্ত সাবান বা ডিটারজেন্ট ব্যবহার থেকে বিরত থাকাই ভালো।

Loading...