The Dhaka Times
তরুণ প্রজন্মকে এগিয়ে রাখার প্রত্যয়ে, বাংলাদেশের সবচেয়ে বড় সামাজিক ম্যাগাজিন।

সাইবেরিয়ায় জমে গেছে বরফ ডিম ও নুডলস!

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শীতে অনেক কিছুই জমে যেতে পারে। তবে মাঝে-মধ্যে কিছু জমে যাওয়ার ঘটনা দেখে সত্যিই আশ্চর্য না হয়ে পারা যায় না। যেমন এবার সাইবেরিয়ায় জমে গেছে বরফ ডিম ও নুডলস!

সাইবেরিয়ায় জমে গেছে বরফ ডিম ও নুডলস! 1

শীতে অনেক কিছুই জমে যেতে পারে। তবে মাঝে-মধ্যে কিছু জমে যাওয়ার ঘটনা দেখে সত্যিই আশ্চর্য না হয়ে পারা যায় না। যেমন এবার সাইবেরিয়ায় জমে গেছে বরফ ডিম ও নুডলস!

আমরা জানি অতিরিক্ত ঠাণ্ডায় বিভিন্ন পানীয় জাতীয় জিনিষ জমে যায়। নারকেল তেলও জমে যায়। কিন্তু তাই বলে ডিম? নুডলস? হ্যাঁ, অবিশ্বাস্য এই ঘটনাও ঘটেছে। রাশিয়ার সাইবেরিয়ায়। ঠাণ্ডা হাওয়ার জেরে ডিম ও নুডলস জমে গিয়েছে সে দেশে। এবং সেই বরফ-ডিম ও বরফ-নুডলসের ছবি রীতিমতো ভাইরালও হয়েছে।

ছবিতে দেখা যাচ্ছে যে, টেবিলে একটি প্লেট রয়েছে, আর সেই প্লেটের উপর জমে গেছে ডিমটি। পাশের বাটিতেই নুডলস ৷ চামচ দিয়ে খাওয়ার জন্য সেটি তুলতে যেতেই দেখা গেলো জমে গেছে সেটিও!

জানা গেছে, বিরল এই ছবিটি হলো সাইবেরিয়ার নোভোসিবির্স্কের। এখানে এবারের ক্রিসমাসে প্রচণ্ড ঠাণ্ডা পড়েছে। তাপমাত্রা প্রায় -৪৫ ডিগ্রি হয়ে যায়। মানুষ ঠাণ্ডার জেরে বাড়ি হতে বের হতে পারেন না। অবশ্য এমনিতে এই শহরে বছরজুড়েই ঠাণ্ডা থাকে। তবে মুখের খাবার জমে যাওয়া? নাহ্! এতোটা ঠাণ্ডার কামড় সম্ভবত আগে কখনও দেখেনি নোভোসিবির্স্কের শহরবাসী!

করোনা ভাইরাস প্রতিরোধে করণীয়

# সব সময় ঘরে থাকি।
# জরুরি প্রয়োজনে বাইরে বের হলে নিয়মগুলো মানি, মাস্ক ব্যবহার করি।
# তিন লেয়ারের সার্জিক্যাল মাস্ক ইচ্ছে করলে ধুয়েও ব্যবহার করতে পারি।
# বাইরে থেকে ঘরে ফেরার পর পোশাক ধুয়ে ফেলি। কিংবা না ঝেড়ে ঝুলিয়ে রাখি অন্তত চার ঘণ্টা।
# বাইরে থেকে এসেই আগে ভালো করে (অন্তত ২০ সেকেণ্ড ধরে) হাত সাবান বা লিকুইড দিয়ে ধুয়ে ফেলি।
# প্লাস্টিকের তৈরি পিপিই বা চোখ মুখ, মাথা একবার ব্যবহারের পর

অবশ্যই ডিটারজেন্ট দিয়ে ভালো করে ধুয়ে শুকিয়ে ব্যবহার করা যেতে পারে।
# কাপড়ের তৈরি পিপিই বা বর্ণিত নিয়মে পরিষ্কার করে পরি।
# চুল সম্পূর্ণ ঢাকে এমন মাথার ক্যাপ ব্যবহার করি।
# হাঁচি কাশি যাদের রয়েছে সরকার হতে প্রচারিত সব নিয়ম মেনে চলি। এছাড়াও খাওয়ার জিনিস, তালা চাবি, সুইচ ধরা, মাউস, রিমোট কন্ট্রোল, মোবাই, ঘড়ি, কম্পিউটার ডেক্স, টিভি ইত্যাদি ধরা ও বাথরুম ব্যবহারের আগে ও পরে নির্দেশিত মতে হাত ধুয়ে নিন। যাদের হাত শুকনো থাকে তারা হাত ধোয়ার পর Moisture ব্যবহার করি। সাবান বা হ্যান্ড লিকুইড ব্যবহার করা যেতে পারে। কেনোনা শুকনো হাতের Crackle (ফাটা অংশ) এর ফাঁকে এই ভাইরাসটি থেকে যেতে পারে। অতি ক্ষারযুক্ত সাবান বা ডিটারজেন্ট ব্যবহার থেকে বিরত থাকাই ভালো।

তুমি এটাও পছন্দ করতে পারো
Loading...