The Dhaka Times
তরুণ প্রজন্মকে এগিয়ে রাখার প্রত্যয়ে, বাংলাদেশের সবচেয়ে বড় সামাজিক ম্যাগাজিন।

ফারুকের আইসিইউতে নেওয়ার খবরটি মিথ্যা

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ খ্যাতিমান চলচ্চিত্র অভিনেতা ও আওয়ামী লীগের সংসদ সদস্য আকবর হোসেন পাঠান ফারুকের আইসিইউতে চিকিৎসা নেওয়ার খবরটি গুজব বলে জানিয়েছেন তার ছেলে রোশন হোসেন পাঠান শরৎ।

ফারুকের আইসিইউতে নেওয়ার খবরটি মিথ্যা 1

১৩ মার্চ গুরুতর অসুস্থ হয়ে সিঙ্গাপুরের একটি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি আছেন এমন একটি গুজব ছড়িয়ে পড়ে। ফারুকের এক নিকটআত্মীয়া খবরটি গণমাধ্যমে দিয়েছিলেন। তবে এটিকে গুজব বলেই উড়িয়ে দিয়েছেন ফারুকের ছেলে রোশন হোসেন পাঠান শরৎ।

গণমাধ্যমে গতকাল (শনিবার) বিকেলে নায়কের ছেলে শরৎ জানিয়েছেন, ‘বাবার আগে টিবি হয়েছিল, সেখান থেকেই একটা ইনফেকশন হয়েছে। গত ৪ মার্চ উনি সিঙ্গাপুরে যান, সেখানে চেকআপের পর ইনফেকশনটি ধরা পড়ে। এখন হাসপাতালের সাধারণ বেডে তিনি ভর্তি আছেন। ওনার শারীরিক দুর্বলতা রয়েছে তবে ভালো আছেন। সমস্যা ততোটা জটিল নয়। কিছু দিনের মধ্যেই তার দেশে ফেরার কথাও রয়েছে। ’

উল্লেখ্য, গত বছর টিবি রোগ ধরা পড়ে ফারুকের। এছাড়াও করোনা আক্রান্ত হয়েছিলেন ফারুক।

করোনা ভাইরাস প্রতিরোধে করণীয়

# সব সময় ঘরে থাকি।
# জরুরি প্রয়োজনে বাইরে বের হলে নিয়মগুলো মানি, মাস্ক ব্যবহার করি।
# তিন লেয়ারের সার্জিক্যাল মাস্ক ইচ্ছে করলে ধুয়েও ব্যবহার করতে পারি।
# বাইরে থেকে ঘরে ফেরার পর পোশাক ধুয়ে ফেলি। কিংবা না ঝেড়ে ঝুলিয়ে রাখি অন্তত চার ঘণ্টা।
# বাইরে থেকে এসেই আগে ভালো করে (অন্তত ২০ সেকেণ্ড ধরে) হাত সাবান বা লিকুইড দিয়ে ধুয়ে ফেলি।
# প্লাস্টিকের তৈরি পিপিই বা চোখ মুখ, মাথা একবার ব্যবহারের পর

অবশ্যই ডিটারজেন্ট দিয়ে ভালো করে ধুয়ে শুকিয়ে ব্যবহার করা যেতে পারে।
# কাপড়ের তৈরি পিপিই বা বর্ণিত নিয়মে পরিষ্কার করে পরি।
# চুল সম্পূর্ণ ঢাকে এমন মাথার ক্যাপ ব্যবহার করি।
# হাঁচি কাশি যাদের রয়েছে সরকার হতে প্রচারিত সব নিয়ম মেনে চলি। এছাড়াও খাওয়ার জিনিস, তালা চাবি, সুইচ ধরা, মাউস, রিমোট কন্ট্রোল, মোবাই, ঘড়ি, কম্পিউটার ডেক্স, টিভি ইত্যাদি ধরা ও বাথরুম ব্যবহারের আগে ও পরে নির্দেশিত মতে হাত ধুয়ে নিন। যাদের হাত শুকনো থাকে তারা হাত ধোয়ার পর Moisture ব্যবহার করি। সাবান বা হ্যান্ড লিকুইড ব্যবহার করা যেতে পারে। কেনোনা শুকনো হাতের Crackle (ফাটা অংশ) এর ফাঁকে এই ভাইরাসটি থেকে যেতে পারে। অতি ক্ষারযুক্ত সাবান বা ডিটারজেন্ট ব্যবহার থেকে বিরত থাকাই ভালো।

তুমি এটাও পছন্দ করতে পারো
Loading...