দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ আসিফ ইকবাল জুয়েলের নির্মাণাধীন চলচ্চিত্র ‘চোখ’ এর জন্য গাইলেন জনপ্রিয় কণ্ঠশিল্পী এলিটা করিম। এই গানের মধ্যদিয়ে সিনেমার গানে বহুদিন পর কণ্ঠ দিলেন এই শিল্পী।
এলিটার গাওয়া নতুন এই গানটির কথা এবং সুর করেছেন এস আই শহীদ। ‘বুকের ডাকবাক্স’ শিরোনামে এই গানটি সম্পর্কে এলিটা বলেছেন, আমি সাধারণত একটু বেছে বেছেই কাজ করি। কথা এবং সুর পছন্দ না হলে গান গাইতেই ইচ্ছে করে না। আমি মনে করি একজন শিল্পীর এই স্বাধীনতাটুকু থাকা উচিত। এই গানটির কথা এবং সুর ভালো লাগার কারণে গাইলাম।
তিনি আরও বলেন, সাধারণত আমি যে ধরনের গান করি গানটি অনেকটা সেইরকম হলেও একটু ভিন্নতা রয়েছে। সেটা শ্রোতারাও বুঝতে পারবেন।
গান নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে গীতিকার, সুরকার ও কন্ঠশিল্পী এসআই শহীদ বলেছেন, ‘সিনেমার গানে সব সময় কমার্সটা আসলে প্রায়োরিটি পায়। তবে এরপরও কিছু গান থাকে একটু অন্যরকম। যেখানে গল্প কিংবা গল্পের অবস্থানটাই মুখ্য থাকে। বুকের ডাকবাক্স এমনই একটি ব্যতিক্রমি গান। আমার বিশ্বাস শ্রোতারাও এটি পছন্দ করবেন।
ইতিমধ্যেই শেষ হয়েছে ‘চোখ’ সিনেমার শুটিং। ছবিতে অভিনয় করেছেন চিত্রনায়িকা বুবলী, নিরব, রোশান, শহীদুজ্জামান সেলিমসহ অনেকেই।
করোনা ভাইরাস প্রতিরোধে করণীয়
# সব সময় ঘরে থাকি।
# জরুরি প্রয়োজনে বাইরে বের হলে নিয়মগুলো মানি, মাস্ক ব্যবহার করি।
# তিন লেয়ারের সার্জিক্যাল মাস্ক ইচ্ছে করলে ধুয়েও ব্যবহার করতে পারি।
# বাইরে থেকে ঘরে ফেরার পর পোশাক ধুয়ে ফেলি। কিংবা না ঝেড়ে ঝুলিয়ে রাখি অন্তত চার ঘণ্টা।
# বাইরে থেকে এসেই আগে ভালো করে (অন্তত ২০ সেকেণ্ড ধরে) হাত সাবান বা লিকুইড দিয়ে ধুয়ে ফেলি।
# প্লাস্টিকের তৈরি পিপিই বা চোখ মুখ, মাথা একবার ব্যবহারের পর
অবশ্যই ডিটারজেন্ট দিয়ে ভালো করে ধুয়ে শুকিয়ে ব্যবহার করা যেতে পারে।
# কাপড়ের তৈরি পিপিই বা বর্ণিত নিয়মে পরিষ্কার করে পরি।
# চুল সম্পূর্ণ ঢাকে এমন মাথার ক্যাপ ব্যবহার করি।
# হাঁচি কাশি যাদের রয়েছে সরকার হতে প্রচারিত সব নিয়ম মেনে চলি। এছাড়াও খাওয়ার জিনিস, তালা চাবি, সুইচ ধরা, মাউস, রিমোট কন্ট্রোল, মোবাই, ঘড়ি, কম্পিউটার ডেক্স, টিভি ইত্যাদি ধরা ও বাথরুম ব্যবহারের আগে ও পরে নির্দেশিত মতে হাত ধুয়ে নিন। যাদের হাত শুকনো থাকে তারা হাত ধোয়ার পর Moisture ব্যবহার করি। সাবান বা হ্যান্ড লিকুইড ব্যবহার করা যেতে পারে। কেনোনা শুকনো হাতের Crackle (ফাটা অংশ) এর ফাঁকে এই ভাইরাসটি থেকে যেতে পারে। অতি ক্ষারযুক্ত সাবান বা ডিটারজেন্ট ব্যবহার থেকে বিরত থাকাই ভালো।