The Dhaka Times
তরুণ প্রজন্মকে এগিয়ে রাখার প্রত্যয়ে, বাংলাদেশের সবচেয়ে বড় সামাজিক ম্যাগাজিন।

মাস্ক না পরায় থাইল্যান্ডের প্রধানমন্ত্রীকে জরিমানা!

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ চলমান করোনা মহামারিতে বিধিনিষেধ লঙ্ঘনের দায়ে থাইল্যান্ডের প্রধানমন্ত্রী প্রায়ুথ চান-ওচা’কে জরিমানা করেছে দেশটির সরকার।

মাস্ক না পরায় থাইল্যান্ডের প্রধানমন্ত্রীকে জরিমানা! 1

গতকাল সোমবার (২৬ এপ্রিল) ব্যাংককের গভর্নর আসউইন কোয়ানমুয়াং তার ভেরিফাইড ফেসবুক পেইজে এই তথ্যটি জানিয়েছেন।

বর্তমান করোনা মহামারির সময় স্বাস্থ্যবিধি কড়াকড়ি আরোপ করা হয়েছে থাইল্যান্ডের প্রতিটি জায়গায়। জনগণ যাতে স্বাস্থ্যবিধি মেনে চলে, মুখে মাস্ক পরে এজন্যই কঠোর অবস্থানে রয়েছে দেশটির আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। অবাধ্যদের জন্য রয়েছে জরিমানার ব্যবস্থা।

সম্প্রতি প্রধানমন্ত্রী প্রায়ুথ চানের একটি ছবি সরকারি একটি ফেসবুকে পেইজে প্রকাশ করা হয়েছে। যেখানে দেখা যায় যে, তিনি মুখে মাস্ক পরা ছাড়াই কোনো একটি মিটিং করেছেন। ছবিটি নজরে আসার পরই গভর্নর আসউইন প্রধানমন্ত্রীকে জানিয়েছেন, প্রকাশ্য মিটিংয়ে তিনি মুখে মাস্ক না পরে আইনের ব্যতয় ঘটিয়েছেন, যা পুরোপুরিভাবে আইনের লঙ্ঘন।

একথা জানার পরই প্রধানমন্ত্রী মুখে মাস্ক না পরে আইন ভাঙার জন্য ৬ হাজার বাথ (বাংলাদেশি টাকায় প্রায় ১৬ হাজার টাকার মতো) জরিমানা হিসেবে জমা দেন।

সেইসঙ্গে ঘরের বাইরে যে কোনো থাই নাগরিককে মাস্ক পরার ব্যাপারে আরও কঠোর হওয়ার উদাহরণ হিসেবে এই জরিমানাকে দেখতে বলেছেন।

করোনা ভাইরাস প্রতিরোধে করণীয়

# সব সময় ঘরে থাকি।
# জরুরি প্রয়োজনে বাইরে বের হলে নিয়মগুলো মানি, মাস্ক ব্যবহার করি।
# তিন লেয়ারের সার্জিক্যাল মাস্ক ইচ্ছে করলে ধুয়েও ব্যবহার করতে পারি।
# বাইরে থেকে ঘরে ফেরার পর পোশাক ধুয়ে ফেলি। কিংবা না ঝেড়ে ঝুলিয়ে রাখি অন্তত চার ঘণ্টা।
# বাইরে থেকে এসেই আগে ভালো করে (অন্তত ২০ সেকেণ্ড ধরে) হাত সাবান বা লিকুইড দিয়ে ধুয়ে ফেলি।
# প্লাস্টিকের তৈরি পিপিই বা চোখ মুখ, মাথা একবার ব্যবহারের পর

অবশ্যই ডিটারজেন্ট দিয়ে ভালো করে ধুয়ে শুকিয়ে ব্যবহার করা যেতে পারে।
# কাপড়ের তৈরি পিপিই বা বর্ণিত নিয়মে পরিষ্কার করে পরি।
# চুল সম্পূর্ণ ঢাকে এমন মাথার ক্যাপ ব্যবহার করি।
# হাঁচি কাশি যাদের রয়েছে সরকার হতে প্রচারিত সব নিয়ম মেনে চলি। এছাড়াও খাওয়ার জিনিস, তালা চাবি, সুইচ ধরা, মাউস, রিমোট কন্ট্রোল, মোবাই, ঘড়ি, কম্পিউটার ডেক্স, টিভি ইত্যাদি ধরা ও বাথরুম ব্যবহারের আগে ও পরে নির্দেশিত মতে হাত ধুয়ে নিন। যাদের হাত শুকনো থাকে তারা হাত ধোয়ার পর Moisture ব্যবহার করি। সাবান বা হ্যান্ড লিকুইড ব্যবহার করা যেতে পারে। কেনোনা শুকনো হাতের Crackle (ফাটা অংশ) এর ফাঁকে এই ভাইরাসটি থেকে যেতে পারে। অতি ক্ষারযুক্ত সাবান বা ডিটারজেন্ট ব্যবহার থেকে বিরত থাকাই ভালো।

Loading...