The Dhaka Times
তরুণ প্রজন্মকে এগিয়ে রাখার প্রত্যয়ে, বাংলাদেশের সবচেয়ে বড় সামাজিক ম্যাগাজিন।

দ. আফ্রিকার প্রেসিডেন্ট মুসলমানদের সঙ্গে ইফতারের পর নামাজ পড়লেন!

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা দেশটির কেপটাউনের আথলোনে মুসলমানদের সঙ্গে ইফতার করেছেন। ৬ মে সন্ধ্যায় ইফতারের পর মাগরিবের নামাজেও অংশ নিতে দেখা যায় তাকে।

দ. আফ্রিকার প্রেসিডেন্ট মুসলমানদের সঙ্গে ইফতারের পর নামাজ পড়লেন! 1

আনাদুলুর খবরে বলা হয়, মুসলিম কমিউনিটির এই ইফতারে বর্ণবাদের বিরুদ্ধে আন্দোলনে মুসলমানদের অবদানের কথাও স্বীকার করেন দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট। কারণ বর্ণবাদের বিলোপের ফলেই দেশটিতে গণতন্ত্র ফিরে এসেছে।

মুসলমানদের উদ্দেশ্য করে প্রেসিডেন্ট রামাফোসা বলেছেন, আমি জানি বর্ণবাদবিরোধী আন্দোলনে এই সম্প্রদায়কে মারাত্মক খেসারতও দিতে হয়েছে। তবে তারপরেও তারা মাথা উঁচু করে দাঁড়িয়ে রয়েছে।

দক্ষিণ আফ্রিকার বর্ণবাদবিরোধী আন্দোলনে বহু মুসলমানও অংশ নিয়েছিলেন। তাদের মধ্যে নেলসন ম্যান্ডেলার সঙ্গে জেলও খেটেছেন আহমেদ খাতরাদা। এছাড়াও আইনজীবী দুল্লাহ ওমরও সক্রিয় ছিলেন এই আন্দোলনে।

উল্লেখ্য, ১৯৯৪ সাল হতে ২০০৪ সালে মৃত্যুর আগ পর্যন্ত তিনি মন্ত্রিসভার সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। দেশটির ৬ কোটি জনসংখ্যার মধ্যে ৩ শতাংশই মুসলমান।

দরিদ্র ও অসহায় মানুষদের সহায়তায় মুসলমানদের এগিয়ে আসার কথাও স্মরণ করেন প্রেসিডেন্ট রামাফোসা। এছাড়াও করোনা ভাইরাস প্রতিরোধে মুসলমানদের সচেতনতা বৃদ্ধির বিষয়টিও তুলে ধরেন প্রেসিডেন্ট রামাফোসা।

করোনা ভাইরাস প্রতিরোধে করণীয়

# সব সময় ঘরে থাকি।
# জরুরি প্রয়োজনে বাইরে বের হলে নিয়মগুলো মানি, মাস্ক ব্যবহার করি।
# তিন লেয়ারের সার্জিক্যাল মাস্ক ইচ্ছে করলে ধুয়েও ব্যবহার করতে পারি।
# বাইরে থেকে ঘরে ফেরার পর পোশাক ধুয়ে ফেলি। কিংবা না ঝেড়ে ঝুলিয়ে রাখি অন্তত চার ঘণ্টা।
# বাইরে থেকে এসেই আগে ভালো করে (অন্তত ২০ সেকেণ্ড ধরে) হাত সাবান বা লিকুইড দিয়ে ধুয়ে ফেলি।
# প্লাস্টিকের তৈরি পিপিই বা চোখ মুখ, মাথা একবার ব্যবহারের পর অবশ্যই ডিটারজেন্ট দিয়ে ভালো করে ধুয়ে শুকিয়ে ব্যবহার করা যেতে পারে।
# কাপড়ের তৈরি পিপিই বা বর্ণিত নিয়মে পরিষ্কার করে পরি।
# চুল সম্পূর্ণ ঢাকে এমন মাথার ক্যাপ ব্যবহার করি।
# হাঁচি কাশি যাদের রয়েছে সরকার হতে প্রচারিত সব নিয়ম মেনে চলি। এছাড়াও খাওয়ার জিনিস, তালা চাবি, সুইচ ধরা, মাউস, রিমোট কন্ট্রোল, মোবাই, ঘড়ি, কম্পিউটার ডেক্স, টিভি ইত্যাদি ধরা ও বাথরুম ব্যবহারের আগে ও পরে নির্দেশিত মতে হাত ধুয়ে নিন। যাদের হাত শুকনো থাকে তারা হাত ধোয়ার পর Moisture ব্যবহার করি। সাবান বা হ্যান্ড লিকুইড ব্যবহার করা যেতে পারে। কেনোনা শুকনো হাতের Crackle (ফাটা অংশ) এর ফাঁকে এই ভাইরাসটি থেকে যেতে পারে। অতি ক্ষারযুক্ত সাবান বা ডিটারজেন্ট ব্যবহার থেকে বিরত থাকাই ভালো।

তুমি এটাও পছন্দ করতে পারো
Loading...