দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ প্রথম আলোর সাংবাদিক রোজিনা ইসলামকে গ্রেফতার ও হয়রানির প্রতিবাদে সোচ্চার সর্বস্তরের জনগণ। রাস্তায় নেমেছেন গণমাধ্যমকর্মীরা। তাদের সঙ্গে এবার প্রতিবাদে শামিল হলেন চ্যানেল আই সেরা কণ্ঠের শিল্পী কোনাল।
গানের মানুষ কোনাল তার কণ্ঠের মাধ্যমেই রোজিনার সঙ্গে এমন ন্যাক্কারজনক আচরণের প্রতিবাদ জানিয়ে তার নিঃশর্ত মুক্তি এবং প্রকৃত দোষীদের উপযুক্ত শাস্তিও দাবি করেছেন।
সাংবাদিক রোজিনা ইসলামের জন্য কোনাল গেয়েছেন ‘সত্য কন্যা রোজিনা’ নামে একটি প্রতিবাদী গান। মঙ্গলবার নিজের ফেসবুকে ভিডিও আকারে নিজেই গানটি প্রকাশ করেন জনপ্রিয় কণ্ঠশিল্পী কোনাল।
রোজিনা ইসলামের জন্য কোনালের প্রতিবাদী গানটির কথাগুলো হলো- ‘‘রোজিনা তুমি জানো না কতো আপনজন তোমার পাশে/ রোজিনা ভয় পেও না সত্যের সুন্দর জয় আছে।/ রোজিনা হাল ছেড়ো না তুমিই যে ‘সত্য কন্যা’/ লিখবে তুমি ন্যায়ের কথা তোমার কলম থামতে দেবো না।’’
কোনাল মনে করেন, রোজিনা ইসলাম একজন সৎ এবং নির্ভীক সাংবাদিক। সময়ের বুকে ছুরি চালিয়ে সত্য উদঘাটনে তার জুড়ি নেই। সেইসঙ্গে সু-সাংবাদিকতার উজ্জ্বল দৃষ্টান্ত রোজিনা ইসলাম। তার সঙ্গে এমন আচারণ কোনো ভাবেই কাম্য নয়।
কোনাল বলেছেন, ‘রোজিনা ইসলাম দেশের শীর্ষ জাতীয় দৈনিক প্রথম আলোর একনিষ্ঠ কর্মী। দুর্নীতি, অনিয়ম সুস্পষ্টভাবে উঠে আসে তাঁর লেখায়। তাছাড়া অনুসন্ধানী সাংবাদিকতায় জন্য অনেক পুরস্কারও পেয়েছেন তিনি। তাকে যেভাবে হেনস্তা করা হয়েছে এটা একটা রাষ্ট্রের জন্য কখনেও ভালো বার্তা বয়ে আনে না। এই ঘটনার প্রতিবাদ জানাতেই আমি এই গানটি করেছি।’
নিচের লিংকে ক্লিক করে গানটি শুনতে পারেন:
https://www.facebook.com/smKonal/posts/3942045875874866
করোনা ভাইরাস প্রতিরোধে করণীয়
# সব সময় ঘরে থাকি।
# জরুরি প্রয়োজনে বাইরে বের হলে নিয়মগুলো মানি, মাস্ক ব্যবহার করি।
# তিন লেয়ারের সার্জিক্যাল মাস্ক ইচ্ছে করলে ধুয়েও ব্যবহার করতে পারি।
# বাইরে থেকে ঘরে ফেরার পর পোশাক ধুয়ে ফেলি। কিংবা না ঝেড়ে ঝুলিয়ে রাখি অন্তত চার ঘণ্টা।
# বাইরে থেকে এসেই আগে ভালো করে (অন্তত ২০ সেকেণ্ড ধরে) হাত সাবান বা লিকুইড দিয়ে ধুয়ে ফেলি।
# প্লাস্টিকের তৈরি পিপিই বা চোখ মুখ, মাথা একবার ব্যবহারের পর অবশ্যই ডিটারজেন্ট দিয়ে ভালো করে ধুয়ে শুকিয়ে ব্যবহার করা যেতে পারে।
# কাপড়ের তৈরি পিপিই বা বর্ণিত নিয়মে পরিষ্কার করে পরি।
# চুল সম্পূর্ণ ঢাকে এমন মাথার ক্যাপ ব্যবহার করি।
# হাঁচি কাশি যাদের রয়েছে সরকার হতে প্রচারিত সব নিয়ম মেনে চলি। এছাড়াও খাওয়ার জিনিস, তালা চাবি, সুইচ ধরা, মাউস, রিমোট কন্ট্রোল, মোবাই, ঘড়ি, কম্পিউটার ডেক্স, টিভি ইত্যাদি ধরা ও বাথরুম ব্যবহারের আগে ও পরে নির্দেশিত মতে হাত ধুয়ে নিন। যাদের হাত শুকনো থাকে তারা হাত ধোয়ার পর Moisture ব্যবহার করি। সাবান বা হ্যান্ড লিকুইড ব্যবহার করা যেতে পারে। কেনোনা শুকনো হাতের Crackle (ফাটা অংশ) এর ফাঁকে এই ভাইরাসটি থেকে যেতে পারে। অতি ক্ষারযুক্ত সাবান বা ডিটারজেন্ট ব্যবহার থেকে বিরত থাকাই ভালো।