দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ এক সময় সর্বপ্রিয় এবং বলিউড জনপ্রিয় অভিনেতা ছিলেন ইরফান খান। তাঁর মৃত্যুর পর বাবার অভাব গভীরভাবে অনুভব করছেন তারই পুত্র বাবিল। এবার বলিউড সিনেমায় আসছেন ইরফানপুত্র।
বিভিন্ন সময় সামাজিক যোগাযোগমাধ্যমে বাবাকে নিয়ে নানা স্মৃতি তুলে ধরতেন বাবিল। এবার ইরফান খান অভিনীত ‘পিকু’ সিনেমার পরিচালক সুজিত সরকারের পরবর্তী সিনেমায় কাজ করতে চলেছেন ইরফান পুত্র বাবিল।
গত ২৬ জুন সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে সুজিত সরকারের পরবর্তী সিনেমার প্রযোজক রনি লাহিড়ী সুজিতের সঙ্গে বাবিলের একটি ছবিও শেয়ার করেছেন।
সেখানে প্রযোজক রনি লাহিড়ী লিখেছেন যে, ‘আপনার ঐতিহ্যকে আরও এগিয়ে নিতে অত্যন্ত সম্মানবোধ করছি ইরফান স্যার। আপনার মতো কিংবদন্তির সঙ্গে আমি কাজ করেছি, এখন বাবিলের সঙ্গে। এটা ঈশ্বরের ইচ্ছা ছাড়া আরকী বলুন?’ এই প্রযোজক আরও জানিয়েছেন, মাসখানেকের মধ্যে তিনি এই ছবির ঘোষণা দিবেন।
২০১৫ সালে মুক্তি পাওয়া ‘পিকু’ সিনেমাটি প্রযোজনা করেন রনি লাহিড়ী। ওই ছবিতে ইরফান খানের সঙ্গে পর্দা ভাগাভাগি করেছিলেন অমিতাভ বচ্চন ও দীপিকা পাড়ুকোন। সিনেমাটি বক্স অফিসের পাশাপাশি সমালোচকদেরও মন জয় করেছিল।
বলিউডে ‘কোয়ালা’ ছবির মাধ্যমে অভিষেক হতে চলেছে বাবিল। নেটফ্লিক্সের এই ছবিটি প্রযোজনা করছেন আনুশকা শর্মা। ‘কোয়ালা’ ছবিতে বাবিলের বিপরীতে রয়েছেন বলিউড নায়িকা তৃপ্তি ডিমরি।
উল্লেখ্য, ইরফান খান (৭ জানুয়ারি ১৯৬৭ – ২৯ এপ্রিল ২০২০) ছিলেন একজন ভারতীয় চলচ্চিত্র অভিনেতা। ভারতীয় চলচ্চিত্র জগতে তিনি তার অতুলনীয় ও অকল্পনীয় সহজাত অভিনয় ক্ষমতার জন্য পরিচিত। বলিউড, ব্রিটিশ ভারতীয়, হলিউড ও একটি তেলেগু চলচ্চিত্রে তিনি কাজ করছেন। ৩৫ বছরের কর্মজীবনে তিনি ৫০টির অধিক দেশীয় চলচ্চিত্রে অভিনয় করেন এবং শ্রেষ্ঠ অভিনেতা বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং ৪টি ফিল্মফেয়ার পুরস্কারসহ অসংখ্য পুরস্কার অর্জন করেছেন এই অভিনেতা।
করোনা ভাইরাস প্রতিরোধে করণীয়
# সব সময় ঘরে থাকি।
# জরুরি প্রয়োজনে বাইরে বের হলে নিয়মগুলো মানি, মাস্ক ব্যবহার করি।
# তিন লেয়ারের সার্জিক্যাল মাস্ক ইচ্ছে করলে ধুয়েও ব্যবহার করতে পারি।
# বাইরে থেকে ঘরে ফেরার পর পোশাক ধুয়ে ফেলি। কিংবা না ঝেড়ে ঝুলিয়ে রাখি অন্তত চার ঘণ্টা।
# বাইরে থেকে এসেই আগে ভালো করে (অন্তত ২০ সেকেণ্ড ধরে) হাত সাবান বা লিকুইড দিয়ে ধুয়ে ফেলি।
# প্লাস্টিকের তৈরি পিপিই বা চোখ মুখ, মাথা একবার ব্যবহারের পর অবশ্যই ডিটারজেন্ট দিয়ে ভালো করে ধুয়ে শুকিয়ে ব্যবহার করা যেতে পারে।
# কাপড়ের তৈরি পিপিই বা বর্ণিত নিয়মে পরিষ্কার করে পরি।
# চুল সম্পূর্ণ ঢাকে এমন মাথার ক্যাপ ব্যবহার করি।
# হাঁচি কাশি যাদের রয়েছে সরকার হতে প্রচারিত সব নিয়ম মেনে চলি। এছাড়াও খাওয়ার জিনিস, তালা চাবি, সুইচ ধরা, মাউস, রিমোট কন্ট্রোল, মোবাই, ঘড়ি, কম্পিউটার ডেক্স, টিভি ইত্যাদি ধরা ও বাথরুম ব্যবহারের আগে ও পরে নির্দেশিত মতে হাত ধুয়ে নিন। যাদের হাত শুকনো থাকে তারা হাত ধোয়ার পর Moisture ব্যবহার করি। সাবান বা হ্যান্ড লিকুইড ব্যবহার করা যেতে পারে। কেনোনা শুকনো হাতের Crackle (ফাটা অংশ) এর ফাঁকে এই ভাইরাসটি থেকে যেতে পারে। অতি ক্ষারযুক্ত সাবান বা ডিটারজেন্ট ব্যবহার থেকে বিরত থাকাই ভালো।