দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ভারতের রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের (আরএসএস) প্রধান মোহন ভাগবত বলেছেন, হিন্দু-মুসলিম ঐক্যই হলো প্রধান। ভারতবাসীর পরিচয় হলো, তিনি একজন ভারতীয়। কেও যদি বলেন, মুসলিমদের ভারতে থাকা উচিত নয়, তাহলে তিনি হিন্দু নন।
মোহন ভাগবত আরও বলেছেন, যে বা যারা গো-রক্ষার দোহাই দিয়ে গণরোষ তৈরি করে কাওকে কাওকে আক্রমণ করছেন, তারাও প্রকৃতপক্ষে হিন্দুত্বের বিরোধী। মনে রাখতে হবে যে, ভারতের হিন্দু-মুসলমান একই উৎস হতে এসেছেন।
রবিবার মুসলিম রাষ্ট্রীয় মঞ্চের অনুষ্ঠানে আরএসএসপ্রধান এসব কথা বলেছেন। খবর হিন্দুস্তান টাইমস এবং আনন্দবাজার পত্রিকার।
মোহন ভাগবত বলেছেন,,’ভারতে হিন্দু ও মুসলিমদের মধ্যে কোনো ফারাক নেই। সকল ভারতবাসীর ডিএনএ এক বলেও বিশ্বাস করে সংঘ। হিন্দু-মুসলিম ঐক্য নিয়ে বলতে পারি, আমরা ঐক্যবদ্ধ- আলাদা নই। যদি কেও ভেবে থাকেন মুসলিমদের ভারতে থাকা উচিত নয় তাহলে তিনি প্রকৃত হিন্দুই নন।’
গোরক্ষার নামে হিংসারও কঠোর সমালোচনা করেছেন ভাগবত। তাঁর কথায়, ‘গরু হলো পবিত্র প্রাণী। তবে গরুর নামে হিংসা ক্ষমা করা যায় না। আইন আইনের পথেই চলবে। নিরপেক্ষভাবে তদন্ত করা দরকার। দোষীদের শাস্তি দেওয়া হোক। গোরক্ষার নামে যিনি মারধর করছেন আর যাই হোক তিনি অন্তত হিন্দু নন।’
উত্তরপ্রদেশে আগামী বছর ভোট অনুষ্ঠিত হবে। সেখানে ১৬ শতাংশের কাছাকাছি মুসলিম ভোটার রয়েছে। সেদিকে লক্ষ্য রেখেই কী তাহলে ভাগবতের সম্প্রীতির পাঠ? সেই প্রশ্নে রাজনীতির সঙ্গে সংঘের কোনও যোগ নেই মনে করিয়ে দেন ভাগবত। তিনি বলেন যে,’এটা ভাবমূর্তি পুনরুদ্ধার নয়, ভাবমূর্তি নিয়ে কোনওকালেই ভাবিত নয় এই সংগঠন। আমরা সবাইকেই ঐক্যবদ্ধ করার চেষ্টা করি। কারও বিরুদ্ধে নয় বরং সকলকে নিয়েই কাজে বিশ্বাসী। কে কী ভাবলো তাতে আমাদের যায় আসে না। সংঘ নিজের কাজ আপন গতিতে চালিয়ে যাবে।’
করোনা ভাইরাস প্রতিরোধে করণীয়
# সব সময় ঘরে থাকি।
# জরুরি প্রয়োজনে বাইরে বের হলে নিয়মগুলো মানি, মাস্ক ব্যবহার করি।
# তিন লেয়ারের সার্জিক্যাল মাস্ক ইচ্ছে করলে ধুয়েও ব্যবহার করতে পারি।
# বাইরে থেকে ঘরে ফেরার পর পোশাক ধুয়ে ফেলি। কিংবা না ঝেড়ে ঝুলিয়ে রাখি অন্তত চার ঘণ্টা।
# বাইরে থেকে এসেই আগে ভালো করে (অন্তত ২০ সেকেণ্ড ধরে) হাত সাবান বা লিকুইড দিয়ে ধুয়ে ফেলি।
# প্লাস্টিকের তৈরি পিপিই বা চোখ মুখ, মাথা একবার ব্যবহারের পর
অবশ্যই ডিটারজেন্ট দিয়ে ভালো করে ধুয়ে শুকিয়ে ব্যবহার করা যেতে পারে।
# কাপড়ের তৈরি পিপিই বা বর্ণিত নিয়মে পরিষ্কার করে পরি।
# চুল সম্পূর্ণ ঢাকে এমন মাথার ক্যাপ ব্যবহার করি।
# হাঁচি কাশি যাদের রয়েছে সরকার হতে প্রচারিত সব নিয়ম মেনে চলি। এছাড়াও খাওয়ার জিনিস, তালা চাবি, সুইচ ধরা, মাউস, রিমোট কন্ট্রোল, মোবাই, ঘড়ি, কম্পিউটার ডেক্স, টিভি ইত্যাদি ধরা ও বাথরুম ব্যবহারের আগে ও পরে নির্দেশিত মতে হাত ধুয়ে নিন। যাদের হাত শুকনো থাকে তারা হাত ধোয়ার পর Moisture ব্যবহার করি। সাবান বা হ্যান্ড লিকুইড ব্যবহার করা যেতে পারে। কেনোনা শুকনো হাতের Crackle (ফাটা অংশ) এর ফাঁকে এই ভাইরাসটি থেকে যেতে পারে। অতি ক্ষারযুক্ত সাবান বা ডিটারজেন্ট ব্যবহার থেকে বিরত থাকাই ভালো।