দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ‘কাগজ দ্য পেপার’ নামে নতুন একটি চলচ্চিত্রে জুটি বাঁধতে যাচ্ছেন চিত্রনায়ক মামনুন হাসান ইমন এবং চিত্রনায়িকা আইরিন সুলতানা।
জানা গেছে, এই ‘কাগজ দ্য পেপার’ সিনেমাটি ক্লাসিক গল্পে নির্মিত হবে। চলচ্চিত্রটি একজন স্বনামধন্য লেখকের গল্প হতেই তৈরি হচ্ছে। সিনেমাটি পরিচালনা করবেন জুলফিকার জাহেদী।
এক যুগের মধ্যে সব ফিলোসফি ও কিভাবে সেই ফিলোসফির মৃত্যু হয় সে গল্পই মূলত এই সিনেমাটিতে তুলে ধরা হবে। এমন ব্যতিক্রমী গল্প ও চিত্রনাট্য তৈরি করেছেন এর নির্মাতা নিজেই। আন্তর্জাতিক ফেস্টিভালগুলোকে উদ্দেশ্য করেই সিনেমাটি নিমাণ করা হবে।
সিনেমাটি সম্পর্কে ইমন-আইরিন বলেছেন, ‘এটি একটি ব্যতিক্রমি ও ভিন্ন ধারার গল্পের সিনেমা। বাংলাদেশের দর্শকরা এর আগে এমন গল্পের সিনেমা হয়তো দেখেনি। গল্পটি আমাদের কাছে এতোটাই ভালো লেগেছে যে, আমরা আমাদের সমস্ত শিল্পীসত্তা দিয়েই কাজটি করার চেষ্টা করবো। ভিন্ন দুটি লুকে আমাদেরকে এবার পর্দায় দেখা যাবে। আশা করছি দর্শকরা ভালো একটি সিনেমা উপহার পেতে যাচ্ছেন।’
এই সিনেমা সম্পর্কে নির্মাতা জুলফিকার জাহেদী বলেছেন, ‘ঈদের পরই সিনেমাটির শুটিং শুরু করার পরিকল্পনা করা হয়। তবে কঠোর লকডাউনের কারণে এখন সেটি সম্ভব হবে না। এখন আমরা স্ক্রিপ্টেই সব থেকে বেশি সময় দিচ্ছি। তবে করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে শুটিং শুরু করবো।
এই সিনেমায় এই দুই শিল্পী ইমন-আইরিন ছাড়াও আরও অভিনয় অভিনয় করবেন শহীদুজ্জামান সেলিম, মাইমুনা ফেরদৌস মম, রিয়া বর্মন, শিশির আহমেদ, রফিক, যুবরাজ বিন আবিদসহ প্রমুখ।
করোনা ভাইরাস প্রতিরোধে করণীয়
# সব সময় ঘরে থাকি।
# জরুরি প্রয়োজনে বাইরে বের হলে নিয়মগুলো মানি, মাস্ক ব্যবহার করি।
# তিন লেয়ারের সার্জিক্যাল মাস্ক ইচ্ছে করলে ধুয়েও ব্যবহার করতে পারি।
# বাইরে থেকে ঘরে ফেরার পর পোশাক ধুয়ে ফেলি। কিংবা না ঝেড়ে ঝুলিয়ে রাখি অন্তত চার ঘণ্টা।
# বাইরে থেকে এসেই আগে ভালো করে (অন্তত ২০ সেকেণ্ড ধরে) হাত সাবান বা লিকুইড দিয়ে ধুয়ে ফেলি।
# প্লাস্টিকের তৈরি পিপিই বা চোখ মুখ, মাথা একবার ব্যবহারের পর অবশ্যই ডিটারজেন্ট দিয়ে ভালো করে ধুয়ে শুকিয়ে ব্যবহার করা যেতে পারে।
# কাপড়ের তৈরি পিপিই বা বর্ণিত নিয়মে পরিষ্কার করে পরি।
# চুল সম্পূর্ণ ঢাকে এমন মাথার ক্যাপ ব্যবহার করি।
# হাঁচি কাশি যাদের রয়েছে সরকার হতে প্রচারিত সব নিয়ম মেনে চলি। এছাড়াও খাওয়ার জিনিস, তালা চাবি, সুইচ ধরা, মাউস, রিমোট কন্ট্রোল, মোবাই, ঘড়ি, কম্পিউটার ডেক্স, টিভি ইত্যাদি ধরা ও বাথরুম ব্যবহারের আগে ও পরে নির্দেশিত মতে হাত ধুয়ে নিন। যাদের হাত শুকনো থাকে তারা হাত ধোয়ার পর Moisture ব্যবহার করি। সাবান বা হ্যান্ড লিকুইড ব্যবহার করা যেতে পারে। কেনোনা শুকনো হাতের Crackle (ফাটা অংশ) এর ফাঁকে এই ভাইরাসটি থেকে যেতে পারে। অতি ক্ষারযুক্ত সাবান বা ডিটারজেন্ট ব্যবহার থেকে বিরত থাকাই ভালো।